Skip to main content

তবে কি জাতীয় দলে ফিরছেন অ্যালেক্স হেলস?

Alexander Daniel Hales is an English cricketer.

Alexander Daniel Hales is an English cricketer.

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন অ্যালেক্স হেলস। তবে হেলসকে আবারো জাতীয় দলের বিবেচনায় নিতে চান ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি। ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে না পারার মূল কারণ, হেলসের শৃঙ্খলা ভঙ্গ। দলের সাথে থাকাকালীন বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে হেলসের বিরুদ্ধে।

তাই তো হেলসের দিকে সুনজর দিচ্ছে না ইসিবি তথা দেশটির সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। এবার রব কি’র সুনজরে হয়তো সুদিন ফিরে পেতে যাচ্ছেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন, জাতীয় দলের জন্য বিবেচনা করা হতে পারে হেলসকে। তবে সেটা নির্ভর করবে হেলসের পারফরম্যান্সের উপর। ভালো খেলে নিজেকে প্রমাণ করেই ফিরতে হবে তাকে।

৩৩ বছর বয়সী হেলসকে জাতীয় দলের বিবেচনায় রাখতে যা যা করণীয়, তার সবটাই করবেন বলে জানিয়েছেন রব। সেটার জন্য প্রধাণ ভূমিকা রাখতে হবে হেলসকে। ব্যক্তিত্বে সুশৃঙ্খলতা আনার পাশাপাশি নিজের ক্রিকেটীয় ফর্মটাও দেখা হবে তার। এই দুই পরীক্ষায় পাশ করলেই হয়তো খুব শীঘ্রই জাতীয় দলের দরজা খুলে যেতে পারে হেলসের জন্য। রবের কথায় অন্তত এটুকু আশা করতেই পারেন হেলস।

ইসিবির নতুন দায়িত্বে এসে নানান দিক নিয়ে কাজ করছেন রব। তার অংশ হিসেবে এবার দলের অন্যতম তারকা ক্রিকেটার হেলসকে নিয়ে মুখ খুলেছেন তিনি। রব বলেছেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আমার কথা বলতে হবে। তবে হেলসকে আমি দল নির্বাচনের জন্য বিবেচনায় রাখব। সে তার সাজা ভোগ করেছে। তবে এর মানে এ নয় যে, হেলস জাতীয় দলে ফিরছেন! সেটা ভিন্ন আলোচনা।’

মারকুটে এই ব্যাটসম্যান সর্বশেষ ইংলিশদের জার্সিতে খেলতে নেমেছেন ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এরপর ড্রাগ টেস্টে পাশ মার্ক না পাওয়ায় বাদ পড়েন ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপ থেকেও। সেসময় ২১ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। এছাড়া ড্রেসিংসের পরিবেশ নষ্ট করার দায়ে অধিনায়ক মরগানের আস্থাও হারান হেলস।

যার কারণে তাকে দল থেকে বাদ দিতে দুইবার ভাবেননি মরগান। এবার অবশ্য ভাগ্য পাল্টানোর আভাস পাওয়া গেলেও তা কতটুকু বাস্তব হয় সেটা নিয়ে আছে সন্দেহ। কারণ, হেলসের জায়গায় এতোদিনে রাজত্ব সাজিয়ে বসেছেন অন্যরা। বর্তমানে খেলতে থাকা ইনফর্ম জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান কিংবা জনি বেয়ারস্টোদের টপকানো বেশ কঠিন কাজ হবে। সেই কঠিন কাজটি করতেই পারলেই মিলবে হেলসের সফলতা।

আরো আজকের ট্রেন্ডিং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...