বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক যেন বর্তমান সময়ে মুদ্রার উল্টো পিঠ দেখছেন। একসময় নিজের ব্যাটিং শৈলীতে নিজেকে প্রমাণ করেছিলেন টেস্ট স্পেশালিষ্ট হিসেবে। টানা ১২ ম্যাচে ফিফটির রেকর্ড গড়েছিলেন। সেই মুমিনুলের উইলোতে এখন রান খরা। অধিনায়কত্ব ছাড়ার এক ম্যাচ পরেই জায়গা হারিয়েছেন একাদশ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন সেন্ট লুসিয়া টেস্টে মুমিনুলের বাদ পড়ার ব্যাপারটি ঘুণাক্ষরেও জানেন না তিনি।
দল সিলেকশন, একাদশ নির্বাচন, টস, ব্যাটিং সবকিছুতেই প্রত্যক্ষ ভূমিকা পালন করেন পাপন। অথচ মুমিনুলের একাদশ থেকে বাদ পড়ার ব্যাপারটিই নাকি জানেন না বিসিবি বস। তিনি বলেন, ‘যেহেতু খেলাটা এখনও চলছে… এটা নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি জানতাম একজন বাদ পড়বে। কে সেটা জানতাম না। ওখানে ওরা যেটা ভালো মনে করেছে করেছে। শেষ হলে নিশ্চিতভাবে জানব।’
ছন্দে থাকাকালীন সময়ে মুমিনুল ছিলেন বাংলাদেশের সাদা পোষাকের অন্যতম সেরা ব্যাটসম্যান। ৫৪ টেস্টে মুমিনুলের রান ৩৫২৯। এক সময় ধারাবাহিক ভাবে রান করা এই ব্যাটসম্যানের ওপর পূর্ণ আস্থা বিসিবি বসের। তার ফর্মে ফিরা নিয়ে মোটেও সন্দিহান নন পাপন।
গণমাধ্যমকে পাপন বলেছেন ” মুমিনুল রান পাচ্ছে না, একটু সাইকোলজিকাল ব্যাপার আছে। দূর্বল টেকনিক বা ফর্ম এগুলো নিয়ে চিন্তা করছি না। সে দুর্দান্ত খেলোয়াড়।এতো ভালো না হলে ওকে অধিনায়কত্ব দিতাম না। ওর মতো একটা ভালো খেলোয়াড় এখন রান পাচ্ছে না…আমি নিশ্চিত খুব শিগগিরিই ও ফুল ফর্ম নিয়ে আবার ফেরত আসবে এবং ভালো করবে।’