অস্ট্রেলিয়ার জার্সি গায়ে কত অর্জন ডেভিড ওয়ার্নারের। বহবার দলের জয়ে অবদান রেখেছেন। অথচ চাদের কলংকের মত তার গায়ে লেগে আছে বল টেম্পারিংয়ের অভিযোগ। মাসুল ও কম দেননি। ক্রিকেট থেকে নির্বাসনেও যেতে হয়েছিল। এরপর যখন আবার টিমে ফিরেছেন বারবার ঘুরেফিরে এসেছে প্রশ্নটি অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে কি ওয়ার্নারকে কখনো দেখা যাবে?
এ প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার নিজেই। অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করতে কোন সমস্যা নেই তার। তবে এই ব্যাপারে বোর্ডকেই আগে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে স্মিথ – ওয়ার্নারদের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ ওঠে। দোষী প্রমাণিত হওয়ার অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হন স্টিভ স্মিথ। নেতৃত্ব থেকে স্মিথকে দুই বছরের জন্য এবং ওয়ার্নারকে আজীবনের জন্য নির্বাসন দেয়া হয়।
এরপর বহু চড়াই উতরাই পেরিয়ে আবার দলে ফিরেছেন তিনি। কিন্ত তার হাতে কি কখনো টিম অস্ট্রেলিয়ার নেতৃত্ব ভার তুলে দেয়া হবে? এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন,”আমাকে এখনও এ ব্যাপারে কেউ বলেনি। আগেও বহুবার বলেছি,বোর্ডকে এগিয়ে এসে আমার জন্য দরজা খুলে দিতে হবে।
এবার বিগব্যাশে খেলবেন এই মারকুটে ওপেনার। এমনকি বিগব্যাশে তাকে দলের অধিনায়কও নির্বাচন করা হতে পারে ।এর আগে আইপিএলেও সফলভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন এই অজি ওপেনার। দেখা যাক শেষ পর্যন্ত টিম অস্ট্রেলিয়ারও নেতৃত্বের ভার তার কাধে ওঠে কিনা।