চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন এনামুল হক বিজয়। এবারের ডিপিএলে প্রাইম ব্যাংক ওপেনারের জন্য কোনো বিশেষণেই বেমানান নয়। ব্যাট হাতে স্বপ্নের মতো মৌসুম পার করছেন তিনি। সবচেয়ে বেশি রান করে টুর্নামেন্টের এক নম্বর ব্যাটসম্যানও বিজয়। রেকর্ড বুকেও যোগ করেছেন নতুন পাতা।
আজ রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে ‘হাজার’ রান করা একমাত্র ব্যাটসম্যানের নাম এখন বিজয়। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সিঙ্গেল নিয়ে বিজয়ের রান যখন ৭০, তখনই ‘১০০০’ রানের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ওপেনার।
রেকর্ড গড়ার দিনে তার দলও জয় পেয়েছে। রূপগঞ্জ টাইগার্সের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী হয়ে উঠেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার। তামিম এবং বিজয়ের ব্যাটে চড়ে মাত্র ২৬.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করলেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ৮৪ বলে অপরাজিত ১১২ রান করা বিজয়ের হাতে।
এদিকে লিস্ট ‘এ’ ক্রিকেটে বিজয়ের আগে এক মৌসুমে সর্বাধিক রান করার রেকর্ডটি ছিল তরুণ ক্রিকেটার সাইফ হাসানের দখলে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে করেছেন ৮১৪ রান। চলতি মৌসুমে সাইফের সেই রেকর্ড ভেঙে নিজের দখলে নিয়েছেন বিজয়। চলতি মৌসুমে ৩ সেঞ্চুরির সঙ্গে ৮ ফিফটিতে বিজয়ের রান ১০৪২।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ফেরার বার্তাটাও দিলেন বেশ ভালোভাবে। দেশের জার্সিতে বিজয়ের পরিসংখ্যানটাও খারাপ নয়। ৩৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩০.০৬ গড়ে করেছেন ১০৫২ রান। সমান ৩টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি আছে তার। এছাড়া ১৩টি টি-টোয়েন্টি খেলে ৩৫৫ রান করেছেন বিজয়। সর্বশেষ ২০১৯ সালে জাতীয় দলে খেলা বিজয়কে নিয়ে এবার নতুন করে ভাবতে শুরু করবে নির্বাচকরা।