Skip to main content

ডিআরএস বিহীন বিপিএলে, চ্যাম্পিয়নদের প্রাইজমানি ২ কোটি টাকা

ডিআরএস বিহীন বিপিএলে, চ্যাম্পিয়নদের প্রাইজমানি ২ কোটি টাকা

নতুন বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে বিপিএলের নবম আসর। আর গত আসরের তুলনায় এই আসরের প্রাইজমানি থাকবে দ্বিগুণ। তবে আগের আসরের মতো এই আসরের শুরুতে থাকবে না ডিআরএস ( ডিসিশন রিভিউ সিস্টেম )। তবে ডিআরএসবিহীন বিপিএলে এবার প্রাইজমানি দ্বিগুন করে করা হয়েছে ৪ কোটি টাকা। 

বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা শুধু পেয়েছিল  ১ কোটি  টাকা। রানার্সআপ দল ফরচুন বরিশাল পেয়েছিল ৫০ লাখ টাকা। তবে এই আসরে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দুই দলই পাবে কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে গতবারের দ্বিগুন ২ কোটি টাকা এবং রানার্সআপ দল পাবে গতবারের দ্বিগুন ১ কোটি টাকা। 

বিসিবির এক  সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ” এবারের বিপিএলে বেশ কিছু পরিবর্তন হবে। আগের তুলনায় প্রাইজমানি বাড়ছে, চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে। আরো কিছু ব্যাপারে আলোচনা চলছে “।

গত আসরে ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসান পেয়েছিলেন ১ লাখ ৭০ হাজার টাকার কাছাকাছি। তবে এ আসরে বাড়বে এই প্রাইজমানিও। এই পুরস্কার প্রায় পাঁচ গুন বাড়ানো হবে জানিয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ” ম্যান অব দ্য সিরিজকে ( টুর্নামেন্ট সেরা খেলোয়াড় )  ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়া সহ এরকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি। “

ডিআরএস বিপিএলের শুরুতে না থাকলেও শেষের দিকে থাকবে বলে আশাবাদী মল্লিক। তিনি আরো  বলেন, ” বিপিএলে  ডিআরএসের থাকার ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। এলিমিনেটর ম্যাচে আর ফাইনালে কমপ্লিট ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি “। তবে বিপিএল আসরে ডিআরএস  শুরু থেকেই কেন থাকবেনা এটা নিয়েও প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেটে। 

গোটা বিশ্বে ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকার কারনেই টুর্নামেন্টের পুরোটা সময় ডিআরএস রাখা সম্ভব হবে না বলে দাবী করেন মল্লিক। তিনি আরো বলেন, ”  এই সময় সারা বিশ্বে  সব জায়গায় খেলা হচ্ছে। ডিআরএস এর জন্য দুইটা কোম্পানি এভেইলেবল থাকে,  হক আই আর ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই সাধারণত অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ডের ওখানে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে থাকবে সেটা “।

উল্লেখ্য, বিপিএলের নবম আসর মাঠে গড়াচ্ছে ৬ জানুয়ারি। টুর্নামেন্টে অংশগ্রহন করবে মোট ৭ টি দল। ফাইনাল হবে ফেব্রুয়ারিতে। বিপিএল নিয়ে গত আসর গুলোতে বিতর্ক থাকলেও এবার বিতর্ক মুক্ত  বিপিএল করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...

বিপিএল ২০২৫-এর প্রস্তুতি: পূর্ণাঙ্গ সময়সূচী এবং টাইটেল স্পনসরশিপ উন্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর জন্য উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে, কারণ বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা আরেকটি বিস্ফোরক টি২০ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন স্পনসর এবং ম্যাচের পূর্ণ সময়সূচীর সাথে এই আইকনিক...