BJ Sports – Cricket Prediction, Live Score

ডিআরএস কোম্পানির সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বিসিবির

ডিআরএস কোম্পানির সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বিসিবির

#image_title

বিপিএলের প্রথমদিকে ডিআরএস না থাকায় তা নিয়ে কম সমালোচনা হয়নি। তবে ডিআরএস কোম্পানির সঙ্গে এবার দীর্ঘদিনের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) আগামী ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের সব ধরনের ক্রিকেটে পাওয়া যাবে ডিআরএস। আর এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। 

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের সব ম্যাচে পাওয়া যাবে ডিআরএস। নিজাম উদ্দিন চৌধুরি বলেনবাংলাদেশ ইংল্যান্ড সিরিজে পাওয়া যাবে ডিসিশন রিভিউ সিস্টেম ( ডিআরএস ) শুধু তাই নয়, এরপর থেকে বাংলাদেশের সব ধরনের ক্রিকেটে থাকবে ডিআরএস। আমরা ডিআরএস কোম্পানির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছি। সে হিসেবে আগামী ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট বিপিএলে ডিআরএস থাকবে। ” 

বিসিবির নির্বাহী প্রধান আরও জানান, ” আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সরাসরি যারা ডিআরএস সার্ভিসটা দিয়ে থাকে আমরা তাদের সঙ্গে এবার চুক্তি করেছি। ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে। অনেক বিষয় এসেছে যা আগে ছিল না। আগে যখন ডিআরএস ছিল না তখনও কিন্তু আইসিসির ইভেন্ট হয়েছে। কিন্তু এখন সময় বদলেছে, এই প্রযুক্তি আসার পর আইসিসির সব ইভেন্টের জন্য এটি বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ” 

বিপিএলেও এই প্রযুক্তি আনার চেষ্টা ছিল বলে দাবি করেন  নিজাম উদ্দিন। কিন্তু তখন সম্ভব হয়নি। তিনি আরো বলেন, ” ঘরোয়া ক্রিকেটের গোটা প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএস আনার। কিন্তু তখন এটা ছিল প্রোডাকশন টিমের হতে। কিন্তু আমরা এখন সেই অবস্থান থেকে সরে এসেছি। এখন এটি আমাদের নিজেদের হাতে।

এদিকে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ নিয়ে আলোচনা এখন শীর্ষে। টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে দেশের সাবেক ক্রিকেটাররা আশাবাদী। ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয় পাওয়ার পক্ষে অধিকাংশ ক্রিকেটাররা। কারণ এই ফরম্যাটে দেশের মাটিতে যথেষ্ট শক্তিশালী দল বাংলাদেশ। তবে টিটোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন সাবেক ক্রিকেটাররা৷

Exit mobile version