Skip to main content

ডাবল সেঞ্চুরি নয়, ঈশানের জীবনের সেরা মুহুর্ত ছিলো ধোনির সান্নিধ্য

ডাবল সেঞ্চুরি নয়, ঈশানের জীবনের সেরা মুহুর্ত ছিলো ধোনির সান্নিধ্য

ক্যারিয়ারের প্রথম শতরানকে তিনি টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে শুধু সেঞ্চুরি  করেই থামেননি, তার ব্যাট থেকে একবারেই এসেছিলো ডাবল সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১৩১ বলে ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ঈশান কিষান। বেশ কয়েকটি রেকর্ডের মালিক হয়েছিলেন তিনি। কিন্তু দুর্দান্ত এই ইনিংস তার জীবনের সেরা মুহুর্ত নয়। ভারতীয় এই ক্রিকেটার এবার জানালেন তার জীবনের সেরা মুহুর্তর কথা। 

ভারতের অন্যতম সফল এবং বিশ্বকাপজয়ী  অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তার ভক্ত সমর্থকের অভাব নেই। ভারতের জাতীয় দলের বর্তমান ক্রিকেটার ঈশান কিষানও যে তার বড় ভক্ত এবার সেই প্রমান দিলেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে ধোনির সঙ্গে সামনাসামনি দেখা হয়েছিল ঈশানের। আর এটিই ছিলো এই ভারতীয় ক্রিকেটারের জীবনের সেরা মুহুর্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই  জানান ঈশান।

ঈশান  বলেন, ” ক্রিকেট খেলতে এসে অনেক তারকা ক্রিকেটারের সান্নিধ্যে পেয়েছি, তবে জীবনে মাত্র একবার কারও অটোগ্রাফ  সংগ্রহ করেছিলাম। সেটা ছিলো টিম ইন্ডিয়ার অধিনায়ক  মহেন্দ্র সিং ধোনির। আমার জীবনে সেটা স্মরণীয় মুহুর্ত ছিলো। আমার তখন ১৮ বছর বয়স। প্রথম বার ধোনিকে দেখেছিলাম একদম সামনে থেকে, উত্তেজনায় কাপছিলাম আমি। ওটাই আমার জীবনের সেরা মুহুর্ত, দিনটি আজও ভুলিনি।  আমার ব্যাটে ধোনির অটোগ্রাফ  রয়েছে, এটা ভাবলেই অন্যরকম একটা  ভালো লাগা কাজ করত। ” 

ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে বেশ মিল আছে ঈশান কিষানের। দুইজনেই একই রাজ্যের, আবার দুজনেই উইকেটরক্ষক। ২০২২ সালের অক্টোবরে রাঁচীতে ভারতের হয়ে খেলেছিলেন ঈশান। তখন ৯৩ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন সেইবার। তবে বাংলাদেশ সফরে এসে ডাবল সেঞ্চুরি করে আলোচনায় আসেন টিম ইন্ডিয়ার এই বিস্ফোরক ব্যাটসম্যান। 

তবে ভবিষ্যতে  আবার রাঁচির  মাঠে খেলতে নামলে সেঞ্চুরির  অপূর্নতা ঘোচানোর প্রত্যয় এই ব্যাটারের কন্ঠে। ঈষান আরো বলেন, ” আমি যখন বড় হচ্ছি, সেই সময় ধোনি রীতিমতো স্টার ভারতের ক্রিকেটে। তখন থেকে তিনিই আমার আদর্শ, আমার সব কিছু। ভারতের ক্রিকেটে আমরা একই জায়গা থেকে উঠে এসেছি। দুজনেই ঝাড়খণ্ডের হয়ে খেলেছি। ভবিষ্যতে আমি রাচিতে খেলতে গেলে বড় রান করতে চাই। এবার আর ব্যর্থ হতে চাইনা।

২০১৫ সালের সেপ্টেম্বরে আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ঈশান কিষান। ২০১৮ সালে ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান . কোটি ভারতীয় মুদ্রার বিনিময়ে চুক্তি করেন আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে এই মূল্যে চুক্তিবদ্ধ করে। ২০১৪ সাল থেকে তিনি ঝাড়খন্ডের হয়ে খেলেন। ঘরোয়া ক্রিকেটের মধ্যে ২০১৬১৭ তে গুজরাট লায়ন্সের হয়েও খেলেছেন তিনি। ভারতের ক্রিকেটে ধোনি একজন কিংবদন্তিদেখা যাক ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় নিয়ে যান ঈষান কিশান।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...