দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজটাও সুখকর হচ্ছে না টাইগারদের জন্য। তিন ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে চরমভাবে ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। এই ম্যাচে ৩৫ রানের দাপুটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে গায়ানায়। সেই লক্ষ্যে ডমিনিকা থেকে গায়ানায় গেছে বাংলাদেশ দল। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১১:৩০ টায় ম্যাচটি মাঠে গড়াবে । টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচটির পর দুদলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে গায়ানায়।
এদিকে সেন্ট লুসিয়া থেকে জলপথে ফেরিতে চড়ে ডমিনিকা গিয়েছিল বাংলাদেশ দল। আটলান্টিক মহাসাগরে প্রায় পাঁচ ঘন্টার জার্নি করে ভয় আর শঙ্কা তো ছিলই, সাথে ‘মোশন সিকনেসে’ ভুগেছেন ক্রিকেটাররা। ফলে ডমিনিকা থেকে ফেরার সময় আর সেই ঝুঁকি নেয়নি ম্যানেজমেন্ট। ডমেস্টিক ফ্লাইটে করে গায়ানা গেলেন ক্রিকেটাররা।
আর আকাশপথে যাত্রায় টাইগারদের সময় ব্যয় হয়েছে মাত্র ঘন্টা দেড়েক। সেখানে গিয়ে ম্যাচের আগের দুই দিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। যেটা ডমিনিকায় পারেননি টাইগাররা। এরপর বৃহস্পতিবার নামবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে।
টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষে ওয়ানডে দল নিয়ে গায়ানার বাইশ গজে নামবে তামিম ইকবালের বাহিনী। উন্ডিজদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। ১০, ১৩ ও ১৬ জুলাই ম্যাচ তিনটি হওয়ার কথা রয়েছে একই মাঠে। এদিকে ওয়ানডে সিরিজে সাকিবের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা । ইতোমধ্যেই ছুটি চেয়েছেন তিনি।