মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কয়েক বছর হয়ে গেল। এরপর থেকে মাঠের ব্যস্ততা নেই সাবেক ভারতীয় অধিনায়কের। বাইশ গজে তার দেখা মেলে কেবল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তাই ক্রিকেটীয় ব্যস্ততা না থাকায়, এখন ভিন্ন কাজে মনোযোগ দিয়েছেন ধোনি। এবার তাকে দেখা গেছে নিজেই ট্রাক্টর চালিয়ে জমিতে ফসল চাষের কাজ করতে।
সম্প্রতি নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন ধোনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফসলী জমিতে ট্রাক্টর চালাচ্ছেন এই ক্রিকেট তারকা। নতুন কাজে ধোনিকে দেখে ভক্ত – সমর্থকরা অবাক হলেও তিনি জানালেন, নতুন কাজ শিখতে পেরে বেশ আনন্দিত তিনি। তবে এখানেই থামতে চান না তিনি। ফসল চাষেও চূড়ান্ত সাফল্যের দ্বারে যেতে চান ধোনি।
অবশ্য দীর্ঘদিন পর ইন্সটাগ্রাম পোস্ট করা ধোনি দর্শকদের সঙ্গে একটু মজাও করলেন। ভিডিওর ক্যাপশনে ধোনি লিখেন, ” এটা নতুন কাজ। আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে চেষ্টা করে আমি সফল হয়েছি। তবে এখনো অনেক পথ বাকি। অনেক কাজ করতে হবে। এটা সত্য যে, আমি প্রতিদিন খামারে গেলে সব স্ট্রবেরি খেয়ে ফেলবো। এমন হলে, বাজারে পাঠানোর মতো আর স্ট্রবেরি পাওয়া যাবে না। “
অবশ্য ধোনির এমন মজা করার কারণও আছে। জমি থেকে স্ট্রবেরি তোলার সময়, নিজেও খেয়ে দেখেছেন তিনি। শুধু যে খেয়েছেন তা নয়, ক্যাপশনে জানিয়ে দিলেন স্ট্রবেরি তার ভীষণ প্রিয়। সেই প্রিয় খাবারই চাষ করে বাজারজাত করছেন ধোনি। তবে শখের বসেই যে তিনি স্ট্রবেরি চাষ করছেন তা নয়। বাণিজ্যিকভাবে এই ফসলের চাষ করে, মোটা অংকের অর্থ উপার্জন করছেন সাবেক ভারতীয় তারকা।
এদিকে আইপিএলের আগামী আসর শুরু হতে আর বেশি দেরি নেই। বরাবরের মতো চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এজন্য ফসলী জমির কাজ ছেড়ে আবারো বাইশ গজে নেমে পড়তে হবে তাকে। মূল লড়াইয়ে নামার আগে, নিজেকে ঝালিয়ে নেওয়ার কাজটিও যে এখনো বাকি। গত আসরের ব্যর্থতা কাটিয়ে, এবার ধোনির নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় চেন্নাই।