টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী। ইংল্যান্ডের হয়ে সাদা জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না এই ইংলিশ অলরাউন্ডারকে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মঈন।
সবশেষ সাদা জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এক বছরেরও বেশি সময় আগে। ভারতের বিপক্ষে সেটিই ছিল তার সবশেষ টেস্ট । ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার মনে করেন এটিই তার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর উপযুক্ত সময়। মূলত বয়সের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
মঈন বলেন, “টেস্ট ক্রিকেট অনেক কঠিন। আমার বয়স এখন ৩৫। আমি এখন ক্রিকেটটা উপভোগ করতে চাই। তাই সিদ্ধান্তটা পরিবর্তন করাটাও ঠিক মনে হচ্ছে না। এখন আমার সময় এসেছে ক্যারিয়ারের ওই দরজাটা চিরতরে বন্ধ করে দেওয়ার। ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলা গর্বের বিষয় এবং আমার স্বপ্নও পূরণ হয়েছে।”
ইংল্যান্ডের লাল বলের কোচ ব্যান্ডন ম্যাককালামের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মঈন আরো বলেন, ” ম্যাককালাম আমাকে ফোন দিয়েছিল। আমি তার সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেছি, তাকে বুঝিয়েছি। সে বুঝেছে, অনুভূতিটা সে জানে। দুঃখজনকভাবে টেস্টের যাত্রায় আমি আর নেই।“
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে সাদা জার্সিতে ৬৪টি ম্যাচ খেলেছেন মঈন। ২৮.৬৯ গড়ে করেছেন ২৯১৪ রান। বল হাতে উইকেট শিকার করেছেন ১৯৫টি। গুঞ্জন ছিলো ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে পারেন এই ইংলিশ অলরাউন্ডার। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন মঈন নিজেই।তাছাড়া সিদ্ধান্ত পরিবর্তন করারও কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।