ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলায় বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের দল দিল্লী ক্যাপিটালসের জার্সিতে খেলছেন তিনি।
আইপিএলে এবার একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজ। এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে টিম বাংলাদেশ। তাই ঘুরে ফিরেই বারবার আসছে তার প্রসঙ্গ।
২০২০ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন ফিজ। মহামারী করোনা ভাইরাসের প্রকোপে জৈব সুরক্ষা বলয়ের কারণ দেখিয়ে টেস্ট ক্রিকেট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। নেই কেন্দ্রিয় চুক্তির তালিকায়ও। সাদা পোষাকের ক্রিকেটে অনিহা প্রকাশ প্রকাশ করেছেন বারবার।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম চোটাক্রান্ত হওয়ার পর থেকেই মুস্তাফিজের টেস্ট না খেলা নিয়ে প্রশ্ন ওঠে। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক জানালেন আসন্ন ক্যারিবিয়ান সফরের টেস্ট স্কোয়াডে দেখা যেতে পারে মুস্তাফিজকে। এই ব্যাপারে তার সাথে নাকি কথা বলেছেন তিনি।
দেশের ক্রিকেটের সর্ব্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মুস্তাফিজের সাথে আগামী সিরিজ নিয়ে আমার কথা হয়েছে। নির্বাচক প্যানেল থেকে রুটিন ডিসকাশন। ঢাকায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল তৈরি করব। তখন এসব নিয়ে আলোচনা করব। মোস্তাফিজকে টেস্ট দলে অবশ্যই প্রত্যাশা করি। খেলোয়াড়দের সেরা মুহূর্তে দলে অবশ্যই দরকার। যদি দরকার হয় অবশ্যই ওকে ডাকা হবে। অবশ্যই এ নিয়ে আলোচনা করব।’