BJ Sports – Cricket Prediction, Live Score

টি-20 বিশ্বকাপ ২০২১ এর পূর্ণাঙ্গ শিডিউল ঘোষণা, সেই সাথে ২টি অংশ নিয়ে একটি জমজমাট আসরের অপেক্ষা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এইবারের আসরটি ওমান ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসতে যাচ্ছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। প্রথম দিনই বাংলাদেশের খেলা রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে দুটি করে চারটি দল যোগ দেবে সেরা আট দলের সঙ্গে। ১২ দল নিয়ে হবে সুপার-১২। বাংলাদেশকে প্রথম রাউন্ড পার হতে হবে।

প্রথম রাউন্ডে দুটি গ্রুপ রয়েছে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া আর নেদারল্যান্ডস। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড।

টুর্নামেন্টের উদ্বোধনী দিন অর্থাৎ ১৭ অক্টোবর মাসকটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। একইদিনে একই ভেন্যুতে পরের ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

সুপার-১২ কে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং ম্যাচগুলো ২৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-১ এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ একই দিন সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে। 

দ্বিতীয় গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত লড়াইটি মাঠে গড়াবে ২৪ অক্টোবর দুবাইয়ে। ৮ নভেম্বর প্রথম রাউন্ডের গ্রুপ ১ রানারআপ দলের খেলতে হবে ভারতের বিপক্ষে।

টুর্নামেন্টের নকআউট তিনটি ম্যাচই আয়োজন করবে দুবাই। ১০ এবং ১১ নভেম্বর সেমিফাইনাল। ফাইনাল ১৪ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

শিগগিরই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ টি-20 টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। এটি সম্পর্কে আরও আপডেটের জন্য Baji তে চোখ রাখুন! 

Exit mobile version