BJ Sports – Cricket Prediction, Live Score

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রিটোরিয়াস

Pretorius knocked out of the T20 World Cup

টিটোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, দুশ্চিন্তাও যেন তত বাড়ছেই দক্ষিণ আফ্রিকা শিবিরে। একদিনে চরম ফর্মহীনতায় ভুগছেন দলীয় অধিনায়ক টেম্বা বাভুমা। এরমধ্যে ভারতের মাটিতে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ হেরেছে ব্যবধানে। এবার নতুন দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডোয়াইন প্রিটোরিয়াস।

মঙ্গলবার ভারতের বিপক্ষে তৃতীয় টিটোয়েন্টি ম্যাচে বৃদ্ধা আঙুলে চোট পান প্রিটোরিয়াস। পরবর্তীতে টেস্ট করা হলে রিপোর্টে জানা যায়, তার আঙুল ভেঙে গেছে। মূলত কারণেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপ মিস করবেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

এদিকে প্রিটোরিয়াস ছিটকে যাওয়ায়, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট ক্ষতির মুখে পড়বে প্রোটিয়া দল। কারণ, ব্যাট হাতে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও নিয়মিত ব্রেকথ্রু এনে দিতে পারেন এই ক্রিকেটার। গেল টিটোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন উজ্জ্বল। এবার তার অনুপস্থিতিতে দলে ঢুকতে পারেন, রিজার্ভ তালিকায় থাকা কোনো ক্রিকেটার।

তবে রিজার্ভ তালিকা থেকে কে বিশ্বকাপের মূল দলে সুযোগ পাবেন, সেটাও একপ্রকার অনুমেয়। প্রিটোরিয়াস যেহেতু অলরাউন্ডার, সেহেতু তার পরিবর্তে দলে ঢুকতে এগিয়ে আছেন দুই অলরাউন্ডার মার্কো জানসেন এবং অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো। উল্লেখ্য, প্রিটোরিয়াসে আগে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান দলের আরেক নিয়মিত ক্রিকেটার রাসি ভ্যান ডার ডাসেন।

উল্লেখ্য ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে পর্দা উঠবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের। অস্ট্রেলিয়ার টি শহরে হবে বিশ্বকাপের ৪৫ টি ম্যাচ। ফাইনাল ১৩ নভেম্বর।

Exit mobile version