BJ Sports – Cricket Prediction, Live Score

টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ! 

Bangladesh

বাংলাদেশ

১৬ অক্টোবর পর্দা উঠছে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপের। আর এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ এমনটাই আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ব্যাপারটি মোটেও সহজ না হলেও আত্মবিশ্বাস আছে সুজনের। সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

সুজন বলেনআমাদের লক্ষ্য টিটোয়েন্টিতে উন্নতি করা। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই ফরম্যাটের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার।

সুজন নিজে পজিটিভ মানুষ তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি। তিনি বলেন,” আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা, যদিও সেটা সহজ হবে না। হয়তো ছয় মাস কিংবা এক বছর সময় লাগবে।

টিটোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগার বাহিনী। বিষয়ে সুজন আরো বলেন,” আমরা চাই ব্যাটাররা সাহসীকতা নিয়ে খেলুক। এই সংস্করণের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা। আর এমন ভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার। যদিও সেটার কোন সমস্যা দেখছি না আমি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে একদুইটা ম্যাচ না জিততে পারি আমরা।

উল্লেখ্য, এবারের টিটোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২১ সালে ভারতে। করোনা পরিস্থিতির কারনে সেটি স্থগিত হয়ে যায়। তাই চলতি বছর অস্ট্রেলিয়ার মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির অষ্টম আসর। ১৩ নম্ভেম্বর ফাইনাল। এবারের বিশ্বকাপ অস্ট্রেলিয়ার টি শহরে অনুষ্ঠিত হবে।

Exit mobile version