দীর্ঘদিনের অফ ফর্ম কাটিয়ে ব্যাটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন বিরাট কোহলি। গেল এশিয়া কাপ থেকেই ফের অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। যার প্রমাণ মিলছে অস্ট্রেলিয়ার মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপেও। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহকও তিনি। এরমধ্যে ভিন্ন এক রেকর্ডের মালিক বনে গেলেন কিং কোহলি ।
টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান এখন কোহলির ব্যাটে। এতদিন যে রেকর্ডটি দখল করে ছিলেন মাহেলা জয়াবর্ধনে। সাবেক এই শ্রীলংকান ব্যাটসম্যানের বিশ্বকাপ রান ১০১৬। বুধবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলার পথে, লংকান কিংবদন্তিকে ছাড়িয়ে যান ভারতীয় ব্যাটসম্যান।
নিজের ক্যারিয়ারে কোহলি প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন ২০১২ সালে। সেই আসরে ব্যাট হাতে করেছেন ১৮৫ রান। ২০১৪ বিশ্বকাপে করেছেন ৩১৯ রান। ২০১৬ সালে ঘরের মাঠে করেছেন ২৭৩ রান। প্রায় প্রতিটি আসরেই ধারাবাহিকভাবে রান করে গেছেন তিনি। যে কারণে জয়াবর্ধনেকে টপকে গেলেন খুব সহজেই।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলে মোট ২২০ রান করেছেন কোহলি। যেখানে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দুই ম্যাচে অপরাজিত অর্ধশতকের দেখা পান তিনি। পরের ম্যাচে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পাননি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ফের আলো ছড়িয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ ও।