BJ Sports – Cricket Prediction, Live Score

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, নেই ডাসেন

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, নেই ডাসেন

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, নেই ডাসেন

দরজায় কড়া নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসর শুরুর দিনক্ষণ যতই এগিয়ে আসছে, অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রস্তুতির ছাপটাও বেশ চোখে পড়ার মতো। বিশ্বকাপের জন্য একে একে নিজেদের স্কোয়াডও ঘোষণা করছে দলগুলো।

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পর এবার দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের ১৫ সদস্যের সেই দলে জায়গা পাননি মিডলঅর্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রাসি ভ্যান ডার ডাসেন। অজিদের মাটিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বভার দেওয়া হয়েছেন যথারীতি টপঅর্ডার ব্যাটসম্যান টেম্বা বাভুমার কাঁধে।

তবে চোটের কারণে প্রোটিয়াদের ইংল্যান্ড সফরেও গোটা সিরিজে দলের বাইরে থাকতে হয়েছে বাভুমাকে। সেই চোট সারাতে চিকিৎসকের কাঁচির নিচে যাননি তিনি। বরং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমেই বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়েছেন। আর তাতেই সফল হওয়া বাভুমা আসন্ন ভারত সফর দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন।

অপরদিকে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ডাসেন চোটে পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সময়। বাম হাতের আঙুল ভেঙে যাওয়ায় সেই টেস্টের পরেই দেশে ফিরে যেতে হয় তাকে। এরপর জানা যায়, পুরোপুরি সুস্থ হতে ছয় সপ্তাহের বেশি সময় লাগতে ডাসেনের। এছাড়া বিশ্বকাপে খেলবেন রাইলি রুশোও।

উল্লেখ্য ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার টি শহরে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। দলগুলো মোট ৪৫ টি ম্যাচ খেলবে।দেখা যাক এবারের বিশ্বকাপে কেমন করে দক্ষিন আফ্রিকা টিম। 

টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা দল:

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হ্যান্ডরিকস, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ওয়াইন পার্নেল, তাবরাইজ শামসি এবং তৃস্তান স্টাবস।

রিজার্ভ: জর্ন ফরচুইন, মার্কো জানসেন এবং আন্দিল ফেলুকায়ো।

Exit mobile version