চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরু থেকেউ একের পর এক চোটের খবর বাংলাদেশ দলে। এবার টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন পেসার তাসকিন আহমেদ এবং স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে গেছেন চোটের কারণে। আর তাতে ১৫ জনের দলটা ১২ জনের হয়ে যায়। এজন্য খালি জায়গা পূরণ করতে তাসকিন এবং মিরাজকে টি-টোয়েন্টি দলে ডেকে নেওয়া হয়েছে। এদিকে ওয়ানডে সিরিজ থেকে সাকিব আল হাসান ছুটি নিলে, দলে ঢুকতে পারেন স্পিনার তাইজুল ইসলাম।
মিরাজ দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে। তবে সীমিত ওভারের ক্রিকেটে দলের নিয়মিত মুখ তাসকিন। শুরুতে চোটের কারণে দলে নাম ছিল না তাদের। সিরিজ শুরুর আগ মুহূর্তে এসে ফিরলেন দুজনেই। তাদের ফেরাটাও টাইগারদের জন্য সুসংবাদ। ক্যারিবিয়দের বিপক্ষে টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৭ জুলাই ডমিনিকা এবং গায়ানায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন দ্রুত, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।