চোটের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ফরম্যাটের দলে নাম ছিল না তাসকিন আহমেদের। শুধুমাত্র ওয়ানডে দলে রাখা হয়েছিল তাকে। তবে চোট থেকে দ্রুত সেরে উঠার ফলে এবার টি-টোয়েন্টি দলেও তাসকিনের নাম যুক্ত করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গনমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘হ্যাঁ তাকে টি-টোয়েন্টি দলে নেওয়ার ভাবনা আছে। যদি ফিট থাকে এবং আমাদের কাছে রিপোর্ট আসে, তাহলে টি-টোয়েন্টি দলে যুক্ত হবে।’
পিঠের চোট কাটিয়ে ফেরা তাসকিন এখন পুরোদমে অনুশীলন শুরু করেছেন। টেস্টে পাওয়া না গেলেও সীমিত ওভারের দুই ফরম্যাটে তাকে খেলানোর ছাড়পত্র দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সে হিসেবে তাসকিন টি-টোয়েন্টি দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
তাসকিন প্রসঙ্গে দেবাশীষ বলেছেন, ‘তাসকিন পুূনর্বাসনের মাঝামাঝি পর্যায়ে মানে দ্বিতীয় পর্বে রয়েছে। এখন সে ফুল রান আপে ৭০ – ৮০ ইন্টেনসিটিতে বল করতে পারছে এবং এভাবেই ওর ফিটনেস বাড়তে থাকবে। আশা করছি, ওয়েস্ট ইন্ডিজে শর্টার ভার্সনে খেলতে ওর কোনো অসুবিধা হবে না।’
কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই দেশে ফিরে আসতে হয় তাসকিনকে। এরপর মিস করেছেন ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল)। কয়েকদিন আগে ঘরের মাঠে টেস্ট সিরিজেও দেখা মেলেনি তার। যেখানে শ্রীলংকার বিপক্ষে ১ – ০ ব্যবধানে সিরিজ খুইয়েছে টাইগাররা। এসময় পেসারদের বাজে বোলিং ভুগিয়েছে দলকে।