বেশ কিছুদিন থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের খেলা কিংবা না খেলা নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা। অবশেষে সব আলোচনার অবসান ঘটিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তামিম। টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা এই ওপেনার।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে নতুনদের সুযোগ দেয়ার কথা জানিয়ে স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নেন তামিম। এরপর গত ২৭ জানুয়ারি হুট করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলাকালীন সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতিতে চলে যান তিনি। তার বিরতির মেয়ার শেষ হচ্ছে চলতি মাসের ২৭ তারিখ। তার পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড পেইজে তামিম নিজের অবসরের বিষয়টি জানান। সেখানে তিনি লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়ে রেখেছিলেন বিশ্বকাপ খেলতে হলে তামিমকে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে। সেই সিরিজে ছুটিতে থাকায় খেলেন নি তামিম। ফলে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ম্যাচটিই ছিল তামিমের খেলা শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে অভিষিক্ত হন তামিম।
এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সুবাদে ১,৭৫৮ রান করেছেন তামিম। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১০৩* রান করেছিলেন এই তারকা ক্রিকেটার।