Skip to main content

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

Tamim Iqbal is a Bangladeshi cricketer

Tamim says goodbye to T20 cricket

বেশ কিছুদিন থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের খেলা কিংবা না খেলা নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা। অবশেষে সব আলোচনার অবসান ঘটিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তামিম। টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে নতুনদের সুযোগ দেয়ার কথা জানিয়ে স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নেন তামিম। এরপর গত ২৭ জানুয়ারি হুট করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলাকালীন সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতিতে চলে যান তিনি। তার বিরতির মেয়ার শেষ হচ্ছে চলতি মাসের ২৭ তারিখ। তার পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড পেইজে তামিম নিজের অবসরের বিষয়টি জানান। সেখানে তিনি লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়ে রেখেছিলেন বিশ্বকাপ খেলতে হলে তামিমকে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে। সেই সিরিজে ছুটিতে থাকায় খেলেন নি তামিম। ফলে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ম্যাচটিই ছিল তামিমের খেলা শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে অভিষিক্ত হন তামিম।

এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সুবাদে ১,৭৫৮ রান করেছেন তামিম। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১০৩* রান করেছিলেন এই তারকা ক্রিকেটার।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল এর সর্বোচ্চ রান ২০২৩: বিস্তৃত পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে, যেখানে বিশ্বের সেরা প্রতিভাগুলো একত্রিত হয়ে থাকে। ২০২৩ সালের বিপিএল মৌসুমও এর ব্যতিক্রম ছিল না। উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর ম্যাচ...

বিবিএল ২০২৪-২৫ এর অন্তরালে: দলের প্রস্তুতি এবং প্রশিক্ষণ পরিকল্পনার একচেটিয়া অন্তর্দৃষ্টি

বিবিএল ২০২৪-২৫ (বিগ ব্যাশ লিগ) মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের উত্তেজনা বৃদ্ধি পায়। যেহেতু খেলার মাঠের অ্যাকশন সংবাদ তৈরি করে, তাই প্রতিটি দলের সাফল্য পর্দার আড়ালে পরিকল্পনার উপর নির্ভর...

SA20 কিংবদন্তি: SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক

SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক SA20 কিংবদন্তি! SA20 লিগ দ্রুতই ক্রিকেট দুনিয়ার অন্যতম রোমাঞ্চকর টি২০ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ঐতিহ্যের সাথে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগগুলোর বৈশ্বিক আকর্ষণ মিশিয়ে, SA20...

বিবিএল বনাম আইপিএল | কিভাবে বিবিএল ২০২৪-২৫ সিজনকে আলাদা করে তোলে | সিজনের বৈশিষ্ট্য

বিগ ব্যাশ লিগের (বিবিএল) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর সংক্ষিপ্ত বিবরণ বিগ ব্যাশ লিগ (বিবিএল) 20১১ সালে চালু হয়েছিল, যা ভক্তদের উত্তেজিত করার জন্য ডিজাইন করা একটি সংক্ষিপ্ত, দ্রুততর...