ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সমতা ফেরার আগে ঘরের মাঠে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সিরিজ জয়ে অস্ট্রেলিয়ার পাশে বসেছিল ভারত। অস্ট্রেলিয়া অবশ্য এই রেকর্ড গড়েছিল একেবারে শুরুর দিকে। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত নিজেদের মাঠে টানা ৮টি টি-টোয়েন্টি জিতেছিল অস্ট্রেলিয়া।
২০১৯ সাল থাকে টানা সবগুলো টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থেকে অজিদের পাশে নাম লেখায় ভারতীয়রা। সর্বশেষ প্রোটিয়াদের বিপক্ষে ২-২ সমতায় শেষ করে বিশ্বরেকর্ড নিজেদের দখলে নেয় ভারত। তবে এই সিরিজের শুরুটা একেবারেই ভালো করেননি ঋষভ পন্থরা। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় ১২ ম্যাচে জয় পাওয়া ভারতের টানা সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়া হলো না।
ভারতের সমান টানা ১২টটি টি-টোয়েন্টি জিতেছে আফগানিস্তান। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের শঙ্কায় পড়া ভারত ঘুরে দাঁড়ায় তৃতীয় ম্যাচে এসে। এরপর চতুর্থ ম্যাচটিও জিতে নিয়ে সমতা ফেরায় তারা। সিরিজ নির্ধারণী ম্যাচটি বৃষ্টির কারণে পন্ড হয়ে গেলে সিরিজ ভাগাভাগি করে দুদল। সেই সাথে টানা ৯ সিরিজ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়ে ভারত।
এই বিশ্বরেকর্ড গড়ার যাত্রাটাও অবশ্য শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। ২০১৯ সালে তাদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজটি ১-১ ড্র হয়। মাঝে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকার বিপক্ষে ২টি করে সিরিজ জিতে ভারত। এছাড়া বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে ১টি করে।
ভারত এবং অস্ট্রেলিয়ার পর ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে ঘরের মাঠে টানা ৭ সিরিজে অপরাজিত ছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আরো একবার রেকর্ডের কাছে গিয়েছিল ভারত। অপরাজিত ছিল টানা ৬ সিরিজ। ভারত সর্বশেঢ টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পায় ২০১৯ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।