BJ Sports – Cricket Prediction, Live Score

টি-টোয়েন্টিতে বিরল রেকর্ড দেখল বিশ্ব

টি-টোয়েন্টিতে বিরল রেকর্ড দেখল বিশ্ব

ক্রিকেট বিশ্বে প্রতিনিয়ত নানান বিস্ময়কর রেকর্ডের তৈরি  হয়। যে কারণে বাইশ গজে ক্রিকেটকে বলা হয়, রেকর্ড ভাঙা-গড়ার খেলা। আবার অনিশ্চয়তার খেলা বললেও ভুল হবে না। এবার অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে (বিগব্যাশ) ঘটলো তেমনই এক বিস্ময়কর ঘটনা। মাত্র ১৫ রানেই অল আউট হয়ে গেল সিডনি থান্ডার। যেখানে ১১ ব্যাটসম্যান মিলেই করেছেন রান ১৫!

অ্যাডিলেড স্ট্রাইকার্সের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিডনি। যে দলের হয়ে ওপেন করেছেন অ্যালেক্স হেলস এবং ম্যাথু জিল্কস। ব্যাটিং লাইনআপে ছিলেন রাইলি রুশোর মতো বিশ্বমানের ব্যাটসম্যানও। কিন্তু তাতেও আর লজ্জার রেকর্ড থেকে বাঁচা গেলনা। অ্যাডিলেডের বোলার হেনরি থর্নটন এবং ওয়েস আগারের বোলিংয়ের কাছেই বিধ্বস্ত হয়েছে তারা।

এদিকে টি-টোয়েন্টির ইতিহাস বলছে ১৫ রানে অল আউট হওয়াটাই সর্বনিম্ন স্কোর। এর আগে এতো কম রানে আউট হয়নি আর কোনো দল। তাও আবার আন্তর্জাতিক এবং ঘরোয়া স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে। তবে ২০১৯ সালে ২১ রানে অল আউট হওয়ার ঘটনাও আছে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে লজ্জার এই রেকর্ড গড়ে তুরস্ক। এবার তাদেরকে ছাপিয়ে গেল সিডনি।

অবশ্য এই ঘটনায় বেশ বিস্মিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, যেখানে চার-ছক্কার ফুলঝুরিতে বিনোদনে ভরা টুর্নামেন্ট, সেখানেই এমন নিস্তেজ ক্রিকেট হওয়াটা বেশ অস্বাভাবিকও বটে। এই লজ্জার রেকর্ড এখন কতদিন সিডনি বয়ে বেড়াবে, সেটাই দেখার বিষয়। যেকোনো দলের জন্যই এমন রেকর্ড একদিকে অপ্রত্যাশিত, আরেকদিকে বিব্রতকর।

Exit mobile version