গত এশিয়া কাপে ঠিক ছন্দে ছিলেননা বাবর আজম। একেবারেই হাসেনি পাকিস্তান অধিনায়কের ব্যাট। তার ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় ওঠে পাকিস্তান ক্রিকেটে। তবে ছন্দে ফিরতে খুব বেশি সময় নেননি এই ব্যাটার। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে, আবারো জ্বলে উঠলেন বাবর।
বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে তিন নম্বর টি–টোয়েন্টি ব্যাটসম্যান বাবর । ৭ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচেও পেয়েছেন অর্ধশতকের দেখা। করেছেন ৫৯ বলে ৮৭ রান।ইংলিশদের বিপক্ষে এই ইনিংস খেলার পথেই অনন্য মাইলফলকে পৌঁছে যান বাবর।
প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৩ হাজার রান করা রেকর্ড গড়েছেন তিনি।এর আগে অবশ্য এই অর্জনের কাছে গিয়েও থামতে হয়েছে দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে। যিনি ১১৯ ম্যাচ থেকে করেছেন ২৫১৪ রান।
পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত সংক্ষিপ্ত সংস্করণে ৮৬টি ম্যাচ খেলেছেন বাবর। তাতেই করে ফেললেন ৩০৩৫ রান। ব্যাটিং গড়টাও চোখে পড়ার মতো।প্রায় ৪৪ এর ঘরে। ১৩০.০৯ স্ট্রাইকরেটে ব্যটিং করা বাবর টি–টোয়েন্টিতে শতক হাঁকিয়েছেন ২টি। এছাড়া মোট ২৭ বার অর্ধশতকের দেখা পেয়েছে তার ব্যাট।
এদিকে টি–টোয়েন্টি ৩ হাজার করা বিশ্বের পঞ্চম ব্যাটসম্যানও এখন বাবর। একইসাথে সবচেয়ে দ্রুততম (৮১ ইনিংস) এই মাইলফলক ছোঁয়ার রেকর্ডও গড়েছেন তিনি (যৌথভাবে বিরাট কোহলির সঙ্গে)। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন রোহিত শর্মা (৩৬৯৪), বিরাট কোহলি (৩৬৬৩), মার্টিন গাপটিল (৩৪৯৭) এবং পল স্টার্লিং (৩০১১)।
ইংল্যান্ড সিরিজি শেষে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে খেলতে যাবে পাকিস্তান। এশিয়া কাপে ব্যর্থতার পর শোয়েব আখতারের মত সাবেক তারকারা পরামর্শ দিয়েছিল ওপেনিং পজিশন ছেড়ে বাবর যেন ওয়ান ডাউনে ব্যাট করে। তবে ইংল্যান্ডের বিপক্ষে রানে ফিরে বাবর যেন সমালোচনার জবাব দিলেন। দেখা যাক এই ফর্ম ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপেও ধরে রাখতে পারেন কিনা বাবর।