ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন ইতিহাস গড়লেন কাইরন পোলার্ড। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট, দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে মাঠে নেমেই প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০টি টি-টোয়েন্টি খেলার অভিনব মাইলফলক ছুঁয়ে ফেলেন এই ক্যারিবিয় অলরাউন্ডার।
১০০ বলের ম্যাচ হলেও ইংল্যান্ডের এই টুর্নামেন্টকে মূলত টি-টোয়েন্টি হিসেবেই গণ্য করা হয়। সেই হিসেবে খেলতে নেমেই স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলার কৃতিত্ব পেয়ে যান পোলার্ড। তার এই রেকর্ড অবশ্য ভাঙার সম্ভাবনাও খুব কম। কেননা, এই ফরম্যাটে ৫০০ ম্যাচের বেশি খেলেছেন মাত্র একজন ক্রিকেটার।
টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার হিসাবে পোলার্ডের ধারকাছে আছেন তারই স্বদেশী ডোয়াইন ব্রাভো। এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রাভো। এছাড়া শোয়েব মালিক ৪৭২টি, ক্রিস গেইল ৪৬৩টি, রবি বোপারা ৪২৬টি, সুনিল নারাইন ৪২১টি এবং আন্দ্রে রাসেল ৪১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এদিকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ৪০০ ম্যাচও খেলতে পারেননি কেউ। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৬৭ ম্যাচ খেলে সবার শীর্ষে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া ২৮২ ম্যাচ খেলে মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয় এবং ২৪০ ম্যাচ খেলে তৃতীয় স্থানে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।