আগামী ২৩ নভেম্বর থেকে আবুধাবিতে শুরু হতে যাচ্ছে টি–টেন লিগ। এবারের আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। যাদের মধ্যে আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় টি–টেন লিগের প্লেয়ার ড্রাফট। ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম ছিল নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। এই সাত জনের নাম থাকলেও দল পেয়েছেন চারজন।
তাদের মধ্যে আছেন নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান এবং সবশেষে দল পেয়েছেন তাসকিন আহমেদ। তবে দল পাননি তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব।
টি–টেন লিগের অষ্টম আসরটিতে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান। প্লেয়ার ড্রাফট থেকে ডাক পাওয়া নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী থাকবেন বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সে। তবে মোস্তাফিজকে দলে নিয়েছে টিম আবুধাবি। শেষ দিকে দলে ডাক পান তাসকিন আহমেদ। তিনি খেলবেন ডেকান গ্ল্যাডিয়েটর্স এর হয়ে।
এবারের আসরে অংশগ্রহন করবে মোট আটটি দল। যাদের মধ্যে রয়েছে বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, নিউইয়র্ক স্ট্রাইকার্স, নর্দান ওয়ারিয়র্স, টিম আবুধাবি এবং মরিসভিলা স্যাম্প আর্মি। ৪ ডিসেম্বর ফাইনাল হবে এবারের টি টেন লিগের। দেখা যাক টি টেন লিগে কতোটা আলো ছড়াতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা।