BJ Sports – Cricket Prediction, Live Score

টি২০ বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি বয়সী এবং সবচেয়ে কম বয়সী ক্রিকেটার 

টি২০ বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি বয়সী এবং সবচেয়ে কম বয়সী ক্রিকেটার 

অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়ে গিয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল দলের মধ্যেই আছে কম বয়সী এবং বেশি বয়সী ক্রিকেটার। এসব নিয়েই থাকছে আজকের আয়োজন: 

স্কটল্যান্ড : বিশ্বকাপের এবারের আসরে অংশগ্রহনকারী স্কটল্যান্ডের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার রিচার্ড বেরিংটন। ৩৫ বছর ১৭২ দিন বয়স তার। আর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হচ্ছেন ব্রেন্ডন ম্যাকমুলেন। তার বয়স ২২ বছর ৩৩৯ দিন।

আয়ারল্যান্ড : আয়ারল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স হলো অলরাউন্ডার সিমি সিংয়ের। তার বয়স ৩৫ বছর ২২৮ দিন। ২২ বছর ২৮৮ দিন নিয়ে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আছেন হ্যারি টেক্টর। 

নিউজিল্যান্ড : নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার ওপেনার মার্টিন গাপটিল। বয়স ৩৫ বছর ৩৩৫ দিন। ফিন অ্যালেন সবচেয়ে কম বয়সী। তার বয়স ২৩ বছর ১৫১ দিন।

আরব আমিরাত : ৩৬ বছর ২১৯ দিন বয়সী বোলিং অলরাউন্ডার কাশিফ দাউদ সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। মাত্র ১৬ বছর বয়স নিয়ে আয়ান আফজাল হলেন সবচেয়ে কম বয়সী ক্রিকেটার।

শ্রীলঙ্কা : সবশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম  আলোচিত দল এটি। দ্বীপরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হলেন জেফরি ভ্যান্ডারসন। তার বয়স ৩২ বছর ২২৩ দিন। আর সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হলেন দিলশাম মাদুশাঙ্কা। তার বয়স ২১ বছর ৩৬০ দিন।

আফগানিস্তান : এশিয়ার এই দলটির সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার দলটির অধিনায়ক মোহাম্মদ নবি। ৩৭ বছর ২৫৭ দিন তার বয়স। ২০ বছর ৬ দিন বয়সী মোহাম্মদ সেলিম হলেন সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। 

পাকিস্তান : ১৯ বছর ২১২ দিন বয়সী নাসিম শাহ পাকিস্তানের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। সবশেষ এশিয়া কাপে পাকিস্তান শিরোপা জিতিতে না পারলেও তাদের দলের এই সর্বকনিষ্ঠ ক্রিকেটার সমর্থকদের মুগ্ধ করেছে তার পারফরম্যান্স দিয়ে। অন্যদিকে ৩২ বছর ৩৩৬ দিন বয়সী শান মাসুদ দলের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার।

জিম্বাবুয়ে : জিম্বাবুয়ের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার দলটির অধিনায়ক ক্রেইগ আরভীন। তার বয়স ৩৭ বছর ২৭ দিন। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হলেন ওয়েসলি মাধভেরে। তার বয়স ২২ বছর ১১ দিন।

বাংলাদেশ : সরাসরি মূল পর্বে সুযোগ পাওয়া দেশটির সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার অধিনায়ক সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের বয়স ৩৫ বছর ১৭৪ দিন। কম বয়সী হলেন হাসান মাহমুদ। বয়স ২২ বছর ৩৩৭ দিন।

 ওয়েস্ট ইন্ডিজ : ৩৩ বছর ১৪৮ দিন বয়সী শামারাহ ব্রুকস দলটির সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার এবং  ২৫ বছর ২৫৩ দিন বয়সী ওবেড ম্যাককয় সবচেয়ে কম বয়সী ক্রিকেটার।

নামিবিয়া: ৩৭ বছর ১১৮ দিন বয়সী ডেভিড ভিসার নামিবিয়ার সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার এবং ১৯ বছর ২০২ দিন বয়সী লা কক সবচেয়ে কম বয়সী। 

ভারত : টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের হট ফেভারিট ভারতের সবচেয়ে বেশি বয়সী হলেন দীনেশ কার্তিক।  তার বয়স ৩৭ বছর ২১৯ দিন। কম বয়সী হলেন অর্শদীপ সিং। বয়স ২৩ বছর ২১৯ দিন।

দক্ষিণ আফ্রিকা : ৩৩ বছর ৮৮ দিন বয়সী ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার এবং ২২ বছর ২৩ দিম বয়সী ট্রিস্টান স্টাবস দলটির সবচেয়ে কম বয়সী। 

অস্ট্রেলিয়া : টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন এবং এবারের বিশ্বকাপের আয়োজক অজিদের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। বয়স ৩৫ বছর ৩০৯ দিন। ২৬ বছর ১৬৯ দিন বয়সী টিম ডেভিড তাদের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার।

ইংল্যান্ড : অলরাউন্ডার মঈন আলী ইংলিশদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। বয়স ৩৫ বছর ৭৬ দিন। সর্বকনিষ্ঠ হলেন ২৩ বছর ১৯২ দিন বয়সী  হ্যারি ব্রুক।

উল্লেখ্য, ক্রিকেটারদের এই বয়স ১৪ অক্টোবর পর্যন্ত বিবেচনা করা হয়েছে।বিশ্বকাপের এই অষ্টম আসরটিতে অংশগ্রহন করছে মোট ১৬ টি দল।এরমধ্যে ৮টি দল সরাসরি মূল পর্বে খেলবে এবং বাকি ৮টি দল প্রথমে বাছাই পর্ব খেলবে।১৩ নভেম্বর হবে ফাইনাল।

Exit mobile version