BJ Sports – Cricket Prediction, Live Score

টাইগারদের হারিয়ে সুপার ফোরে পৌছে কি বললেন আফগান অধিনায়ক? 

What did the Afghan captain say after reaching the Super Four by defeating the Tigers?

টাইগারদের হারিয়ে সুপার ফোরে পৌছে কি বললেন আফগান অধিনায়ক? 

এশিয়া কাপে আফগান রুপকথা চলছেই। প্রথম ম্যাচে এশিয়া কাপের বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে উইকেটে হারানোর পর এবার বাংলাদেশের সাথেও দাপুটে জয় পেল রশিদ খানরা। বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বল আর উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় আফগানরা।আর এই জয় সুপার ফোরে পৌঁছে দিয়েছে মোহাম্মদ নবীর দলকে। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই আফগানিস্তানের অধিনায়কের মুখে নিজ দলের প্রশংসাই শোনা গেলসবাই জানে রশিদ এবং মুজিব বিশ্বমানের স্পিনার। সে কারণেই আমরা প্রথম ১০ ওভারে খেলায় ছিলাম। আমরা খেলায় এগিয়ে ছিলাম কারণ আমরা প্রথম উইকেট পেয়েছিলাম। 

ম্যাচের পরিকল্পনা নিয়ে নবি আরো বলেনসবাই জানে আমাদের ব্যাটিং লাইনআপের শেষেও পাওয়াই হিটার আছে। তাই আমরা শুরুতে উইকেট ধরে রেখে খেলেছি। তাড়াতাড়ি উইকেট না হারাতে চেয়েছি, যাতে আমাদের পাওয়ার হিটাররা খেলা শেষ করতে পারে।

এদিকে এশিয়া কাপে বাংলাদেশের সাথে ম্যাচে অনন্য নজির গড়েছেন রশিদ খান। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় নম্বরে জায়গা করে নিলেন এই তারকা। পিছনে ফেলে দিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে। রশিদ খানের উইকেট সংখ্যা এখন ১১৫ টি। উল্লেখ্য, ১২২ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

এদিকে এশিয়া কাপে আফগানিস্তানের পারফরম্যান্স প্রশংসা কুড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।নেটিজেনদের অনেকেই বলছেন এবারের আসরে আফগানিস্তান চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু নেই।

Exit mobile version