এবারের এশিয়া কাপে আফগান রুপকথা চলছেই। প্রথম ম্যাচে শ্রীলঙ্কারকে ৮ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকেও ৭ উইকেটে হারায় মোহাম্মদ নবীর দল। দুই আফগান তারকা রশিদ–মুজিবের ঘূর্ণিজাদুতে ধরাশায়ী হয় টাইগাররা। সেই সাথে জায়গা করে নেয় সুপার ফোরে। আফগানিস্তান এবার স্বপ্ন দেখছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার।
অন্যদিকে এবারের এশিয়া কাপ যেন আশির্বাদ হয়ে এসেছে আফগান স্পিন তারকা রশিদ খানের জন্য। এশিয়া কাপ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন তার বোলিং ভান্ডারে নতুন অস্ত্র যোগ করেছেন তিনি। দুই ম্যাচে দেখা গেছে তার স্পিন ভেলকিও৷ সেই সাথে এক অনন্য নজিরও গড়ে ফেলেছেন রশিদ ।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ২ নম্বরে জায়গা করে নিলেন এই তারকা। পিছনে ফেলে দিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে।
আফগান তারকা রশিদ খান মাত্র ৬৮ ম্যাচে শিকার করেছেন ১১৫ উইকেট। ২য় অবস্থানে থাকা কিউই পেসার টিম সাউদির শিকার ১১৪ উইকেট । এবার টিম সাউদিকে টপকে রশিদ খান পৌঁছে গিয়েছেন ২য় নম্বরে।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলে ১২২ উইকেট শিকার করে তালিকার ১ম স্থানে আছেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবার সাকিবের কাধেও নিশ্বাস ফেলছেন রশিদ।
এদিকে আফগানিস্তান সুপার ফোর নিশ্চিত করায় সামনে আরও ৩ ম্যাচ খেলতে পারবে তারা। রশিদ খানের সামনে সুযোগ থাকবে সাকিবকে পেছনে ফেলার।যেরকম ফর্মে আছেন এশিয়া কাপে সাকিবকে ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই।
প্রথম ম্যাচ হেরে অনেকটাই ব্যাকফুটে সাকিব বাহিনী। সুপার ফোরে যেতে শ্রীলঙ্কার সাথে জয়ের বিকল্প নেই। বাংলাদেশ সুপার ফোরে গেল এশিয়া কাপে আরও ৩ ম্যাচ খেলার সুযোগ পাবে।
দলগত ক্রিকেট যুদ্ধের পাশাপাশি তাই এই লড়াই সাকিব– রশিদের মধ্যেও। সাকিবের লড়াই নিজের সিংহাসন ধরে রাখার আর রশিদের লড়াই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার। শেষ পর্যন্ত এই লড়াইতে কে জেতে সেটাই দেখার বিষয়।