Skip to main content

টাইগারদের হারিয়ে সাকিবের কাধে নিশ্বাস ফেলছেন রশিদ খান 

Rashid Khan is breathing on the shoulders of Shakib after losing the Tigers

টাইগারদের হারিয়ে সাকিবের কাধে নিশ্বাস ফেলছেন রশিদ খান 

এবারের এশিয়া কাপে আফগান রুপকথা চলছেই। প্রথম ম্যাচে শ্রীলঙ্কারকে উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকেও উইকেটে হারায় মোহাম্মদ নবীর দল। দুই আফগান তারকা রশিদমুজিবের ঘূর্ণিজাদুতে ধরাশায়ী হয় টাইগাররা। সেই সাথে জায়গা করে নেয় সুপার ফোরে। আফগানিস্তান এবার স্বপ্ন দেখছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার।

অন্যদিকে এবারের এশিয়া কাপ যেন আশির্বাদ হয়ে এসেছে আফগান স্পিন তারকা রশিদ খানের জন্য। এশিয়া কাপ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন তার বোলিং ভান্ডারে নতুন অস্ত্র যোগ করেছেন তিনি। দুই ম্যাচে দেখা গেছে তার স্পিন ভেলকিও৷ সেই সাথে এক অনন্য নজিরও গড়ে ফেলেছেন রশিদ

আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় নম্বরে জায়গা করে নিলেন এই তারকা। পিছনে ফেলে দিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে।

আফগান তারকা রশিদ খান মাত্র ৬৮ ম্যাচে শিকার করেছেন ১১৫ উইকেট। ২য় অবস্থানে থাকা কিউই পেসার টিম সাউদির শিকার ১১৪ উইকেট এবার টিম সাউদিকে টপকে রশিদ খান পৌঁছে গিয়েছেন ২য় নম্বরে। 

আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলে ১২২ উইকেট শিকার করে তালিকার ১ম স্থানে আছেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবার সাকিবের কাধেও নিশ্বাস ফেলছেন রশিদ। 

এদিকে আফগানিস্তান সুপার ফোর নিশ্চিত করায় সামনে আরও ম্যাচ খেলতে পারবে তারা। রশিদ খানের সামনে সুযোগ থাকবে সাকিবকে পেছনে ফেলার।যেরকম ফর্মে আছেন এশিয়া কাপে সাকিবকে ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। 

প্রথম ম্যাচ হেরে অনেকটাই ব্যাকফুটে সাকিব বাহিনী। সুপার ফোরে যেতে শ্রীলঙ্কার সাথে জয়ের বিকল্প নেই। বাংলাদেশ সুপার ফোরে গেল এশিয়া কাপে আরও ম্যাচ খেলার সুযোগ পাবে। 

দলগত ক্রিকেট যুদ্ধের পাশাপাশি তাই এই লড়াই সাকিবরশিদের মধ্যেও। সাকিবের লড়াই নিজের সিংহাসন ধরে রাখার আর রশিদের লড়াই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার। শেষ পর্যন্ত এই লড়াইতে কে জেতে সেটাই দেখার বিষয়।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...