BJ Sports – Cricket Prediction, Live Score

ঝগড়ায় জড়িত হওয়ায় জরিমানা গুনতে হল লাহিরু কুমারা এবং লিটন দাসকে

প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পারসোনালের আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস ও শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাহিরু কুমারা। লাহিরুকে ম্যাচ ফির ২৫ শতাংশ এবং লিটনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সাথে দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আইসিসি গতকাল এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে।

শারজায় গতকাল রোববার আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এ সুপার ১২ এর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে লিটনকে আউট করার পর লিটনের সঙ্গে কথা–কাটাকাটিতে জড়ান লাহিরু। তবে লাহিরুর পক্ষ থেকেই দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার শুরুটা হয়।

ইনিংসের ষষ্ঠ ওভারে লিটনের উইকেট তুলে নেওয়ার পর তাঁর দিকে তেড়ে গিয়ে লাহিরু কী যেন বলছিলেন। লিটনও তখন লাহিরুকে আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দিচ্ছিলেন। পরে বাংলাদেশ দলের অন্য ওপেনার মোহাম্মদ নাইম ও আম্পায়াররা এসে পরিস্থিতি সামাল দেন।

আইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.৫ অনুসারে- অশ্লীল ভাষা, আচরণ, ক্রিয়াকলাপ বা অঙ্গভঙ্গি ব্যবহার করে একজন ব্যাটারকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখানোর জন্য এবং অপমান করা বা উস্কানি দেওয়ার জন্য লাহিরুকে শাস্তি দেওয়া হয়েছে। আচরণবিধি অনুচ্ছেদ ২.২০ অনুসারে, অক্রিকেটীয় আচরণের জন্য শাস্তি পেতে হয়েছে লিটনকে।

শাস্তি আরোপ করেছেন আইসিসির ম্যাচ রেফারি ও সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ। প্রধান আম্পায়ার জোয়েল উইলসন এবং অ্যাড্রিয়ান হোল্ডস্টক, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার রড টাকার মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। লাহিরু ও লিটন নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। 

টি-টোয়েন্টি বিস্বকাপ ২০২১ এর সর্বশেষ আপডেট পেতে Baji – র সাথেই থাকুন!

Exit mobile version