আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরেই বাংলাদেশকে এক প্রকার খোচা দিয়েই বক্তব্য দেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। শানাকার মতে, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের কোনো বিশ্বমানের বোলার নেই । তার পর থেকেই শুরু হয় বাকযুদ্ধ। যেখানে পাল্টাপাল্টি বক্তব্যে জড়ান দুই দেশের সাবেক ক্রিকেটাররা।
শানাকার মন্তব্যের জবাবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, শ্রীলংকা দলে কোনো বিশ্বমানের বোলার দেখছেন না তিনি। তাকে আবার পাল্টা জবাব দেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।
তবে এ তো ছিল কেবল মাঠের বাইরের লড়াই। বৃহস্পতিবার বাইশ গজের ময়দানি লড়াইয়ে নামে দুদল। যেখানে মুহূর্তে মুহূর্তে রঙ বদলায় উত্তেজনায় ভরপুর ম্যাচটি। শেষপর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় তুলে নেয় লংকানরা। বাংলাদেশের দেওয়া ১৮৪ রানের বিশাল লক্ষ্যটা, ৩ বল বাকি থাকতেই ২ উইকেট হাতে রেখে টপকে যায় শানাকার দল।
বাংলাদেশকে হারিয়ে শ্রীলংকা এখন সুপার ফোরে। দেশটির চরম দুঃসময়েও ঘরে ঘরে একটি উৎসব বয়ে যাওয়ার উপলক্ষ্যও বটে। আর এমন জয়ের পর চুপ করে থাকলেন না জয়াবর্ধনে। টুইটারে তিনি লিখেন, ‘ছেলেরা খুব ভালো করেছো। চাপের মধ্যেও এই ম্যাচ জেতার জন্য দারুণ লড়াই করেছো। এখন নিরাপদে বলতে পারি , এটি একটি বিশ্বমানের পারফরম্যান্স।‘
শেষের লাইনে সুজনের নাম না নিয়েও যে বাংলাদেশকে খোচা দিলেন জয়াবর্ধনের টুইটেই সেটা স্পষ্ট। সুজন অবশ্য পালটা জবাব এখনো দেননি।