টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের পছন্দের একাদশ তৈরি করতে গিয়ে প্রথম পাঁচ ক্রিকেটারের নাম জানালেন সাবেক শ্রীলংকান তারকা মাহেলা জয়াবর্ধনে। যেখানে রয়েছে পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রিদির নাম। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে অনবদ্য পারফর্মম্যান্স করার সুবাদে এই একাদশে জায়গা করে নিলেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
গেল কয়েক বছরে স্পিন ভেলকিতে গোটা বিশ্ব মাতিয়ে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সমান তালে রাজ করছেন এই লেগ স্পিনার। সাম্প্রতিক সময়ে তার ব্যাটিংয়ের উন্নতিটাও চোখে পড়ার মতো। তাই তো স্পিন বোলিংয়ের পাশাপাশি শেষদিকে ব্যাটিংয়েও রশিদ অবদান রাখতে পারবেন বলে মনে করছেন জয়াবর্ধনে।
যে কারণে আফগান তারকাকে নিজের টি-টোয়েন্টি একাদশে জায়গা দিলেন জয়াবর্ধনে। রশিদের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শাহীনকে এই একাদশে রেখেছেন সাবেক লংকান কিংবদন্তি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছিলেন এই পেসার। সুইং বোলিংয়ে বেশ পারদর্শী শাহীন। তাই একাদশের প্রথম বোলিং অস্ত্র হিসেবে শাহীনকেই বেছে নিয়েছেন জয়াবর্ধনে।
মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি ডেথ ওভারে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আটকে দেওয়ার ক্ষেত্রে বেশ পটু জসপ্রিত বুমরাহ। দলের প্রয়োজনে উইকেট নিতেও পারদর্শী ভারতীয় পেসার। তাই জয়াবর্ধনের একাদশে দ্বিতীয় বোলার হিসেবে থাকছেন বুমরাহ। ব্যাটসম্যান হিসেবে রিজওয়ানের সঙ্গে আছেন ইংল্যান্ডের জস বাটলার।
পাকিস্তানের হয়ে বাবর আজমের সঙ্গে ওপেন করলেও জয়াবর্ধনের একাদশে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই বিবেচিত হয়েছেন রিজওয়ান। এদিকে ক্যারিয়ারের সেরা সময়ে থাকা একজন ক্রিকেটারকে বেছে নিতে গিয়ে ক্রিস গেইলের নাম জানালেন জয়াবর্ধনে। ৩০ বছর বয়সে ২০০৭ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন টি-টোয়েন্টির এই বিধ্বংসী ব্যাটসম্যান।