Skip to main content

জৈব সুরক্ষা বলয় উঠিয়ে নিচ্ছে ভারত

India

India

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হতে না হতেই পাঁচ ম্যাচের টি – টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আর সেই সিরিজ থেকেই জৈব সুরক্ষা বলয় প্রত্যাহার করে নিচ্ছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মূলত ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে ভারত।

সোমবার ভারতীয় এক বোর্ড কর্মকর্তার সূত্র ধরে এ ব্যাপারে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা পিবিআই। মহামারি করোনাভাইরাস সংক্রমণের পর থেকে প্রত্যেক সিরিজ এবং টুর্নামেন্টে কড়া নজরদারি রাখা হয় ক্রিকেটারদের ওপর। যাকে বলে বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয়। তবে এটা নিয়ে খেলোয়াড়দের পক্ষ থেকে যথেষ্ট অভিযোগও রয়েছে।

এই নিয়মের মধ্যে থাকতে থাকতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ক্রিকেটাররা। মানসিক সেই চাপ এড়াতে অনেকে তো ক্রিকেটটাকেই ছুটি দিচ্ছেন নিয়মিত। চলমান আইপিএলেও আছে জৈব সুরক্ষা বলয়। ফলে অনেক ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে টুর্নামেন্ট থেকে। তাই এবার ক্রিকেটারদের প্রতি মানবিক হতে যাচ্ছে ভারতীয় বোর্ড।

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বিসিসিআই এর একটি সূত্র জানায়, ‘সবকিছু এখনকার মতো ঠিকঠাক এবং নিয়ন্ত্রণে থাকলে জৈব সুরক্ষা বলয়ের নিয়মটি আর থাকবে না। সবাই উন্মুক্ত। এরপর ওরা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড যাবে, সেখানেও বায়োবাবল নিয়মটা থাকছে না। তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়’।

সূত্র আরো জানায়, জৈব সুরক্ষা বলয় যে দীর্ঘদিন বহাল রাখা সম্ভব  নয়, তা হয়তো বুঝতে শুরু করেছে বোর্ড। তাই তো ধীরে ধীরে এই নিয়ম থেকে সরে আসার চেষ্টা করছে বিসিসিআই। সূত্র বলছে,  ‘কোনো কোনো ক্রিকেটার ছুটি নিতে পারেন। কিন্তু সামগ্রিকভাবে বায়োবাবলের মধ্যে থেকে সবাই বেশ ক্লান্ত। তবে শেষমেশ এই কঠিন ভয়াবহ জীবন থেকে মুক্তি মিলছে সবার। এদিকে ৯ – ১৯ জুন পর্যন্ত ভারতের ভিন্ন ভিন্ন পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...

বিপিএল ২০২৫-এর প্রস্তুতি: পূর্ণাঙ্গ সময়সূচী এবং টাইটেল স্পনসরশিপ উন্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর জন্য উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে, কারণ বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা আরেকটি বিস্ফোরক টি২০ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন স্পনসর এবং ম্যাচের পূর্ণ সময়সূচীর সাথে এই আইকনিক...