চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হতে না হতেই পাঁচ ম্যাচের টি – টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আর সেই সিরিজ থেকেই জৈব সুরক্ষা বলয় প্রত্যাহার করে নিচ্ছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মূলত ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে ভারত।
সোমবার ভারতীয় এক বোর্ড কর্মকর্তার সূত্র ধরে এ ব্যাপারে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা পিবিআই। মহামারি করোনাভাইরাস সংক্রমণের পর থেকে প্রত্যেক সিরিজ এবং টুর্নামেন্টে কড়া নজরদারি রাখা হয় ক্রিকেটারদের ওপর। যাকে বলে বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয়। তবে এটা নিয়ে খেলোয়াড়দের পক্ষ থেকে যথেষ্ট অভিযোগও রয়েছে।
এই নিয়মের মধ্যে থাকতে থাকতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ক্রিকেটাররা। মানসিক সেই চাপ এড়াতে অনেকে তো ক্রিকেটটাকেই ছুটি দিচ্ছেন নিয়মিত। চলমান আইপিএলেও আছে জৈব সুরক্ষা বলয়। ফলে অনেক ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে টুর্নামেন্ট থেকে। তাই এবার ক্রিকেটারদের প্রতি মানবিক হতে যাচ্ছে ভারতীয় বোর্ড।
দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বিসিসিআই এর একটি সূত্র জানায়, ‘সবকিছু এখনকার মতো ঠিকঠাক এবং নিয়ন্ত্রণে থাকলে জৈব সুরক্ষা বলয়ের নিয়মটি আর থাকবে না। সবাই উন্মুক্ত। এরপর ওরা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড যাবে, সেখানেও বায়োবাবল নিয়মটা থাকছে না। তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়’।
সূত্র আরো জানায়, জৈব সুরক্ষা বলয় যে দীর্ঘদিন বহাল রাখা সম্ভব নয়, তা হয়তো বুঝতে শুরু করেছে বোর্ড। তাই তো ধীরে ধীরে এই নিয়ম থেকে সরে আসার চেষ্টা করছে বিসিসিআই। সূত্র বলছে, ‘কোনো কোনো ক্রিকেটার ছুটি নিতে পারেন। কিন্তু সামগ্রিকভাবে বায়োবাবলের মধ্যে থেকে সবাই বেশ ক্লান্ত। তবে শেষমেশ এই কঠিন ভয়াবহ জীবন থেকে মুক্তি মিলছে সবার। এদিকে ৯ – ১৯ জুন পর্যন্ত ভারতের ভিন্ন ভিন্ন পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।