BJ Sports – Cricket Prediction, Live Score

জুন মাসের আইসিসি প্লেয়ার নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে

সাবেক খেলোয়াড়, প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও বিশ্বব্যাপী সমর্থকদের ভোটে আন্তর্জাতিক ক্রিকেটে জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পুরুষ ক্যাটাগরিতে নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ে।

এ পুরস্কারে কনওয়ে পেছনে ফেলেছেন তাঁর কিউই সতীর্থ কাইল জেমিসন ও প্রোটিয়া উইকেটকিপার–ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। জেমিসন টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুটিসি) ম্যাচ সেরা ছিলেন। আর ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ পারফর্মেন্স ছিল ডি ককের।

এবার মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পথে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি করেছেন কনওয়ে। লর্ডসে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করা প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার তিনি। 

জুন মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টে দুটি ফিফটির দেখা পেয়েছিলেন কনওয়ে। সব মিলিয়ে জুন মাসে তিন টেস্ট খেলে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৬৩.১৬ গড়ে ৩৭৯ রান করেছেন তিনি। যার সুবাদে জিতেছেন পুরস্কার।

আইসিসির এমন স্বীকৃতি পেয়ে বেশ উচ্ছ্বাসিত কনওয়ে। এ পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছেন তিনি। যেহেতু টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের কারণে এটি তিনি পেয়েছেন, তাই এর বিশেষত্বটা তার কাছে অনেক বেশি।

চলতি বছরের শুরু থেকে মাস সেরা ক্রিকেটারের পুরস্কারের প্রচলন করেছে আইসিসি। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতলেন কনওয়ে। শুধু তাই নয়, এবারই প্রথম এশিয়ার বাইরের কোনো ক্রিকেটার মাস সেরা নির্বাচিত হলেন।

এর আগের পাঁচ মাসে এই পুরস্কার জিতেছেন যথাক্রমে ভারতের ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমার, পাকিস্তানের বাবর আজম ও বাংলাদেশের মুশফিকুর রহিম।

গত মাসে প্রথম বাংলাদেশি হিসেবে ছেলেদের বিভাগে এ পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটসম্যান পেছনে ফেলেছিলেন পাকিস্তানের হাসান আলী ও শ্রীলঙ্কার প্রভিন জয়াবিক্রমাকে।

জানুয়ারি ২০২১ থেকে প্রতি মাসের জন্য একজন করে ছেলে ও মেয়ে ক্রিকেটারকে বাছাই করার প্রক্রিয়া শুরু করেছে আইসিসি। প্রথমে তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে নির্বাচন করা হয় একজনকে। আইসিসির একটা ভোটিং প্যানেলের সদস্যদের থাকে ৯০ শতাংশ ভোট, বাকি ১০ শতাংশ ভোট দিতে পারেন সমর্থকরা। এ পুরস্কার প্রতি মাসের দ্বিতীয় সোমবার ঘোষণা করা হয়।

আরও উত্তেজনাপূর্ণ ক্রিকেট আপডেটের জন্য, Baji তে চোখ রাখুন! 

Exit mobile version