শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটে ” ক্রিকেট ইশ্বর ” নামেই পরিচিত। অনেকে ক্রিকেটের ইতিহাস সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের সাথেও তুলনা করেন তাকে। যার স্বীকৃতি দিয়ে গেছেন ব্র্যাডম্যান নিজেই। কোন এক সাক্ষাৎকারে শচীনের ব্যাটিং নিয়ে বলেছিলেন, ‘ছেলেটা অনেকটা আমার মতো খেলে।’ সেই শচীন নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। রেকর্ড ভেঙ্গে কিংবা নতুন রেকর্ড গড়ে নিজেকে পরিনত করেছেন কিংবদন্তী হিসেবে।
যদি বলা হয় কোন একজন ক্রিকেটারকে বাঁচানোর জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করতে হবে, তখন আপনি কাকে বেছে নিবেন? অনেকে হয়ত অনায়াসেই শচীনকেই বেছে নিবেন। কিন্তু এই প্রশ্নের উত্তরে লিটল মাস্টার শচীনকে রেখে ‘দ্যা ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছেন লঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা।
আইপিএলের দল রাজস্থান রয়্যালসের ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে আছেন সাঙ্গা। সেখানেই বোলিং কোচের দায়িত্বে আছেন আরেক লঙ্কান লাসিথ মালিঙ্গা। রাজস্থানের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দুজনের এক আড্ডায় সাঙ্গাকে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন মালিঙ্গা। মালিঙ্গা জিজ্ঞেস করেন, ‘তোমার জীবনের জন্য যদি কাউকে ব্যাট করতে হয়, তুমি কাকে বেছে নেবে?’
সেই প্রশ্নের উত্তরে লঙ্কানদের সাবেক অধিনায়ক বলেন, ‘তুমি যে দায়িত্বের কথা বলছ, সেটির জন্য রাহুল দ্রাবিড়ই সেরা। তিনি অনন্য, অনবদ্য পারফরমার। তাঁকে যে ‘দ্য ওয়াল’ নামে ডাকা হয়, সেটির মূল কারণ হচ্ছে তাঁর অসাধারণ টেকনিক ও উইকেটে দীর্ঘ সময়জুড়ে ব্যাটিং করে যাওয়ার অসাধারণ ক্ষমতা।’
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে একই ড্রেসিংরুম শেয়ার করেছেন শচীন ও মালিঙ্গা। তাই শচীনের সাথে নিজের স্মরণীয় মূহুর্তের কথা জানাতে ভুল করেন নি মালিঙ্গা। তিনি বলেন, ‘২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আমি আইপিএলে প্রথম খেলি। সে বার মুম্বাইয়ে আমার সতীর্থ ছিলেন টেন্ডুলকার। আমার করা দ্বিতীয় বলেই আমি উইকেট তুলে নিয়েছিলাম। আমার বলে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে ক্যাচ নিয়েছিলেন টেন্ডুলকার। এটাই এই মানুষটির সঙ্গে আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।’