জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান (৩য় টি২০)
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘরের মাঠে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে। আশা ছিল টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেটাও হলো না। কুড়ি ওভারের ফরম্যাটেও আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুইয়ানরা।
টস জিতে আফগানরা একটি ভাল স্কোর তৈরী করার জন্য প্রথমে ব্যাট করতে নামেন এবং জিম্বাবুয়েকে বল করতে পাঠায়।
তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের সামনে দারুন সম্ভাবনা ছিল জয়ের। কারণ, প্রথমে ব্যাট করতে নামা আফগানরা আটকে গিয়েছিল ১২৫ রানে। কিন্তু জবাব দিতে নেমে ৯০ রানে থেমে যায় জিম্বাবুয়েও। যার ফলে ৩৫ রানে হারতে হয় স্বাগতিকদের।
হারারে স্পোটস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পড়ে আফগানরা। কোনো ব্যাটারই স্বচ্ছন্দে ব্যাট করতে পারেনি। যার ফলে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয় আফগানিস্তান।
সর্বোচ্চ ৩১ রান করেন মোহাম্মদ নবি। ৩১ রান করতে ৩০ বল ব্যয় করেন তিনি, সাথে ২ টি চারও মেরেছেন। ১৯ তম ওভারে লুক জংওয়ের বলে ক্যাচ আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।
২৪ বলে ২৪ রান করা আফসার জাজাই ১ টি চার ও ১ টি ছয়ই মেরেছেন। ১২ তম ওভারে সিকান্দার রাজার দুর্দান্ত বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি।
ইহসানুল্লাহ ১৪ বলে চারটি চার মেরে মোট ২০ রান করেন। তিনি তিরিপানোর বলে ক্যাচ আউট হয়ে ড্রেসিং রুমের উদ্দেশ্যে রওনা দেন।
১২ রান করেন হযরতুল্লাহ জাজাই। যিনি মোট ১১ টি বল খেলেছিলেন এবং চাতারার বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়া ১১ রান করে আউট হন আজমতউল্লাহ ওমরজাই।
এই পাঁচ জন ব্যাটসম্যান ছাড়া আর কেউ ১০ রানের গন্ডি পাড় করতে পারেন নেই। নজিবুল্লাহ, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, নিজাত মাসুদ মিলে মাত্র ১৭ রান করেছেন। ১০ রান এক্সট্রা সহ আফগানরা মোটামোটি ১২৬ রানের একটি লক্ষ্য দাড়া করায়।
জিম্বাবুয়ের পক্ষে রায়ান বার্ল, রাজা ২২ রান ও ১৮ রান দিয়ে দুইটি করে উইকেট হাকিয়ে নেন। এছাড়া চাতারা, তিরিপানো, এন্ডলভু, জংওয়ে প্রত্যেকে ১টি করে উইকেট পান।
১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উল্টো বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। রায়ান বার্ল সর্বোচ্চ ১৫ রান করেন। তিনি মোট ২৪টি বল ব্যয় করেন এবং ১টি চার মারেন। ফজলহক-এর বলে ক্যাচ তুলে মাঠ ছাড়েন তিনি।
১৪ বলে ১৪ রান করেন ওয়েসলি মাধভেরে। তার সংগ্রহে দুইটি চার ও রয়েছে। আশরাফ তাকে ক্যাচ আউট করে ড্রেসিং রুমে ফিরত পাঠান।
১৯ বলে ১৩ রান করে এন্ডলভু। তিনি অপরাজিত থাকেন। ১৪ বলে ১২ রান করেন ইনোসেন্ট কাইয়া তিনি রান আউট হন। ১৭ বলে ১১ রান করেন তাদিওয়ানাশে মারুমানি। তিনি নূর আহমেদ এর বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন।
এছাড়া সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন। ক্রেগ আরভিন, ক্লাইভ মাদান্ডে, লুক জংওয়ে, টেন্ডাই চাতারা মিলে মোট ১৩ রান করেন। এক্সট্রা ১২ রান সহ ৯০ রানে সব উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ হন জিম্বাবুয়ে।
বামহাতি অর্থোডক্স স্পিনার নুর আহমদ ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ৪ উইকেট। শরফুদ্দিন আশরাফ নেন ২ উইকেট। ফজল হক ফারুকি এবং রশিদ খান নেন ১টি করে উইকেট।
জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান এর স্কোরবোর্ড
জিম্বাবুয়ে – ৯০/৯ (২০)
আফগানিস্তান – ১২৫/৮ (২০)
ফলাফল – আফগানিস্তান ৩৫ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – নূর আহমেদ
জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান ম্যাচের একাদশ
জিম্বাবুয়ে | ক্রেগ এরভিন (অধিনায়ক), ক্লাইভ মাদান্ডে (উকেটরক্ষক), ইনোসেন্ট কাইয়া, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধভেরে, রায়ান বার্ল, সিকান্দার রাজা, লুক জংওয়ে, আইন্সলে এনডলোভু, ডোনাল্ড তিরিপানো, টেন্ডাই চাতারা |
আফগানিস্তান | মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), হযরতুল্লাহ জাজাই, ইহসানুল্লাহ জানাত, আজমতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, শরফুদ্দিন আশরাফ, ফজলহক ফারুকী, নূর আহমদ, নিজাত মাসুদ |