BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৭ এপ্রিল: আইপিএল ২০২২ – ম্যাচ ২৯ (জিটি বনাম সিএসকে)

GT vs CSK highlights ft

জিটি বনাম সিএসকে highlights

জিটি বনাম সিএসকে এর ম্যাচ হাইলাইটস

রবিবার আইপিএল ২০২২ এ ডাবল হেডারের ২য় ম্যাচে পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ১ বল হাতে রেখে ৩ উইকেটের এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুজরাট টাইটানস (জিটি)। টসে জিতে জিটি’র ভারপ্রাপ্ত অধিনায়ক রশিদ খান বোলিং এর সিধান্ত নেন এবং সিএসকে’কে ব্যাটিং করতে পাঠান।

ব্যাট করতে নেমে সিএসকে এর শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম দুই ওভারে তারা তুলতে পারে মাত্র ৭ রান। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই রবিন উথাপ্পাকে (৩) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ শামি।

তবে ঋতুরাজ গায়কোয়াড় রানের চাকা সচল রাখার চেষ্টা করছিলেন। এর মধ্যে ইনিংসের পঞ্চম ওভারে তাদের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার মঈন আলিকে (১) হারায় সিএসকে। আলজারি জোসেফের বলে বোল্ড হন মঈন।

এরপর আম্বাতি রাইডুকে নিয়ে ঋতুরাজ দারুণ এক জুটি গড়েন। যার ফলে ১২ ওভারেই ১০০ রান তুলে নেয় সিএসকে। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার স্কোর বোর্ডে ৫৬ বলে ৯২ রান যোগ করে ফেরেন । জোসেফের দ্বিতীয় শিকার হওয়ার আগ পর্যন্ত তিনি ৩১ বলে ৪৬ রান করেন।

এক ওভার পর ঋতুরাজ সাজঘরের পথ ধরেন। যশ দয়ালকে তুলে মারতে গিয়ে ক্যাচ হন এই ওপেনার। ৫ চার ও ৫ ছক্কায়, ৪৮ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

এরপর শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা ২২ বলে ৩৮ রানের জুটি গড়েন। যার ফলে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের লড়াকু স্কোর সংগ্রহ করে সিএসকে। দুবে ইনিংসের শেষ বলে ১৭ বলে ১৯ করে রানআউট হন। ২ ছক্কায়, ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জাদেজা। 

জিটি’র হয়ে আলজারি জোসেফ সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া যশ দয়াল ও মোহাম্মদ শামি ১টি করে উইকেট তুলে নেন।

১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে জিটি। এরপর ৮ ওভার শেষ হতে তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৮ রান। এরপর ৫ম উইকেটে ডেভিড মিলার ও রাহুল তেওয়াতিয়া ৩৯ রানের জুটি গড়ে দলকে ট্র্যাকে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু দলীয় ৮৭ রানে তেওয়াতিয়া (৬) সাজঘরে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে জিটি। তখনও জয়ের জন্য দলের প্রয়োজন ৪৪ বলে ৮৩ রান।

এরপর উইকেটে আসেন অধিনায়ক রশিদ খান। তিনি মিলারের সাথে ৬ষ্ঠ উইকেটে ৩৭ বলে ৭০ রানের দুর্দান্ত জুটি গড়ে তোলেন। শেষ ১৮ বলে যখন দরকার ৪৮ রান, তখন ক্রিস জর্ডানের ওপর দিয়ে রীতিমত সুনামি বইয়ে দেন হার্দিক পান্ডিয়ার চোটে নেতৃত্ব পাওয়া আফগান অলরাউন্ডার রশিদ। ওই ওভারে টানা চার বলে তিনটি ছক্কা, একটি চার হাঁকান তিনি।

ডোয়াইন ব্রাভোর করা পরের ওভারের প্রথম বলেও মারেন একটি বাউন্ডারি। ব্রাভোর ওই ওভারের পঞ্চম বলে ২১ বলে ৪০ রান করে আউট হন রশিদ। নাটকীয় এই ম্যাচে নাটক হয়েছে শেষ ওভারেও। ক্রিস জর্ডানের ওই ওভারে ১৩ রান দরকার ছিল জিটি’র। প্রথম দুই বলে রান নিতে পারেননি মিলার। তৃতীয় বলে হাঁকান ছক্কা।

চতুর্থ বলটি মারতে গিয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ হন মিলার। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বলটি ছিল তার কোমড়ের ওপরে। ফলেনোডাকেন আম্পায়ার। ফ্রিহিটে বাউন্ডারি তুলে নিতে ভুল করেননি ব্যাটার। তার পরের বলে ডাবলস নিয়ে শেষ করেন ম্যাচ। ৮ চার ও ৬ ছক্কায়, ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন মিলার।

এই ম্যাচে জয়ী হয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে গুজরাট টাইটানস। অপরদিকে পরাজিত হয়ে চেন্নাই সুপার কিংস এখন পয়েন্ট টেবিলের ৯ম স্থানে অবস্থান করছে।


জিটি বনাম সিএসকে এর স্কোরবোর্ড

চেন্নাই সুপার কিংস – ১৬৯/৫ (২০.০)

গুজরাট টাইটানস – ১৭০/৭ (১৯.৫)

ফলাফল – গুজরাট টাইটানস ৩ উইকেটে জয়ী   

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডেভিড মিলার



জিটি বনাম সিএসকে এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ রশিদ খান জিটি
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ ডেভিড মিলার জিটি
লেট’স ক্র্যাক ইট সিক্স ডেভিড মিলার জিটি
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ লকি ফার্গুসন জিটি
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ ডেভিড মিলার জিটি
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ মহেশ থিকশানা সিএসকে
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ ডেভিড মিলার জিটি
ম্যান অফ দ্য ম্যাচ ডেভিড মিলার জিটি
Exit mobile version