BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৭ এপ্রিল: আইপিএল ২০২২ – ম্যাচ ৪০ (জিটি বনাম এসআরএইচ)

GT vs SRH banner

জিটি বনাম এসআরএইচ

জিটি বনাম এসআরএইচ এর ম্যাচ হাইলাইটস

বুধবার আইপিএল ২০২২ এর ৪০ তম ম্যাচে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক অনবদ্য খেলার সৌজন্যে এবং একটি হাই স্কোর তাড়া করে সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) এর বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেন গুজরাট টাইটানস (জিটি)। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে টানা ৪র্থ জয়ের দেখা পেল জিটি। 

টসে জিতে গুজরাট টাইটান্স এর অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিং এর সিধান্ত নেন এবং সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে শুরুতেই কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে বিপদে পড়েন হায়দরাবাদ। ৮ বলে মাত্র ৫ রান করেন তিনি। এরপর রাহুল ত্রিপাঠি করেন মাত্র ১৬ রান।

তবে আরেক ওপেনার অভিষেক এবং দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম মিলে দারুণ জুটি গড়ে তোলেন। এ দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৯৬ রানের জুটি। ৪০ বলে ৫৬ রান করেন এইডেন এবং ৪২ বলে ৬৫ রান করে আউট হন অভিষেক শর্মা।

নিকোলাস পুরান এবং ওয়াশিংটন সুন্দর দুইজনই আউট হন ৩ রান করে। শেষ দিকে মাত্র ৬ বল খেলে ২৫ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং। ৩টি ছক্কা এবং একটি বাউন্ডারির মার মারেন তিনি। ৫ বলে ৮ রান করেন মার্কো জানসেন। ১৪ রান ছিল অতিরিক্ত।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে সানরাইার্স হায়দরাবাদ।

গুজরাটের হয়ে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। অন্যদিকে ২৪ ও ৩৫ রান দিয়ে ১ টি করে উইকেট নেন জশ দয়াল এবং অ্যালজারি জোসেফ।

জয়ের জন্য লক্ষ্য ছিল ১৯৬ রানের বিশাল স্কোর তাড়া করার। ব্যাটিং করতে নেমে ৩৮ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন ঋদ্ধিমান সাহা। শুভমান দলকে এনে দেন ২৪ বলে ২২ রান। অন্যদিকে হার্দিক পান্ডিয়া খুব বেশি সুবিধা করতে পারেন নেই ৬ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ১৯ বলে ১৭ রান করলেন মিলার।

তখনও জিততে হলে অনেক রানের প্রয়োজন ছিল জিটির। কিন্তু অসাধ্য সাধন করলেন তেওয়াতিয়া এবং রশিদ খান। প্রথম বলেই ছক্কা হাঁকালেন রাহুল তেওয়াতিয়া। দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিয়ে তিনি স্ট্রাইকে দিলেন রশিদ খানকে। স্ট্রাইকে এসে রীতিমত বিধ্বংসী ব্যাটারে পরিণত হলেন আফগান লেগ স্পিনার। তৃতীয় বলে মারলেন ছক্কা। চতুর্থ বল মিস যাওয়ার পর পঞ্চম বলে আবারও ছক্কা। ৫ বলে উঠে গেলো ১৯ রান। শেষ বলে প্রয়োজন ৩ রান। ইনিংসের একেবারে শেষ বলে এসে ছক্কা মেরে দলকে জয় এনে দিলেন রশিদ খান। ১১ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন রশিদ, ২১ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন রাহুল তেওয়াতিয়া।

তবে হারলেও সানরাইজার্স হায়দরাবাদের তরুণ পেসার উমরান মালিক ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট দিয়ে জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

আট ম্যাচে সাত জয় ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলের ১ম স্থানে বিরাজ করছে গুজরাট টাইটানস। অপরদিকে, আট ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয় নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ এখন স্ট্যান্ডিংয়ের ৩য় স্থানে অবস্থান করছে।


জিটি বনাম এসআরএইচ এর স্কোরবোর্ড

গুজরাট টাইটানস – ১৯৯/৫ (১৯.৩)

সানরাইজার্স হায়দরাবাদ – ১৯৫/৬ (২০) 

ফলাফল – গুজরাট টাইটানস ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – উমরান মালিক



জিটি বনাম এসআরএইচ এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ রশিদ খান জিটি
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ উমরান মালিক এসআরএইচ
লেট’স ক্র্যাক ইট সিক্স রশিদ খান জিটি
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ উমরান মালিক এসআরএইচ
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ ঋদ্ধিমান সাহা জিটি
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ ঋদ্ধিমান সাহা জিটি
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ ঋদ্ধিমান সাহা জিটি
ম্যান অফ দ্য ম্যাচ উমরান মালিক এসআরএইচ
Exit mobile version