BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৬ মে: আইপিএল ২০২২ – ম্যাচ ৫১ (জিটি বনাম এমআই)

GT vs MI banner

জিটি বনাম এমআই

জিটি বনাম এমআই এর ম্যাচ হাইলাইটস

শুক্রবার আইপিএল ২০২২ এর ৫১তম ম্যাচে মুম্বাইয়ের ব্রেবোর্ন – সিসিআই স্টেডিয়ামে পয়েন্ট টেবিলে টপার গুজরাট টাইটানসের (জিটি) বিপক্ষে ৫ রানের এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে স্যান্ডিংয়ের তলানিতে থাকা মুম্বাই ইন্ডিইয়ানস (এমআই)। সেই সাথে টানা ২য় জয়ের স্বাদ পেল এমআই।

টসে জিতে জিটি এর অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিং করার সিধান্ত নেন এবং এমআই’কে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন রোহিত শর্মা আর ইশান কিশান। ৪৫ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৭৪ রান। ৫ চার ও ২ ছক্কায়, ২৮ বলে ৪৩ রান করা রোহিতকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন রশিদ খান।

ফার্গুসনকে ফাইন লেগে ছক্কা হাঁকিয়ে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তবে ১১ বলে ১৩ রান করে ইনিংসের একাদশতম ওভারে তিনি সাজঘরে ফিরে যান। পরের ওভারে ইশান কিশানও আলজেরি জোসেফের শিকার হন। হাফসেঞ্চুরির একদম দোরগোড়ায় ছিলেন এমআই এর এই ওপেনার (২৯ বলে ৪৫ রান)।

এরপর রশিদ খান বোল্ড করেন ধীরগতির কাইরন পোলার্ডকে (১৪ বলে ৪ রান)। ১১৯ রানে ৪ উইকেট হারায় এমআই। সেখান থেকে পঞ্চম উইকেটে ঝড়ো গতিতে দলকে অনেকটা এগিয়ে নেন তিলক ভার্মা এবং টিম ডেভিড। ২১ বলে ৩৭ রানের এক কার্যকারী জুটি গড়ে তোলেন এই দুই ব্যাটার। যেখানে শেষ তিন ওভারেই ৩৫ রান তুলেছে তারা।

১৯তম ওভারে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিলক (১৬ বলে ২১)। ড্যানিয়েল স্যামস রানের খাতা খোলার আগেই ফার্গুসনের শিকার হয়ে সাজঘরে ফিরেন। তবে শেষ পর্যন্ত টিম ডেভিডের দারুণ ব্যাটিংয়ের সৌজন্যে এমআই ১৭৭ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করতে সমর্থ হয়। ২ চার ও ৪ ছক্কায়, ২১ বলে ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ব্যাটার।

জিটি’র হয়ে রশিদ খান ৪ ওভারে ২৪ রান দিয়ে সর্বাধিক ২টি উইকেট শিকার করেন। এছাড়া প্রদীপ সাংওয়ান, লকি ফার্গুসন এবং আলজারি জোসেফ ১টি করে উইকেট তুলে নেন।

১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা এবং শুবমান গিলের জোড়া হাফসেঞ্চুরিতে দুর্দান্ত শুরু করে জিটি। উদ্বোধনী জুটিতে ৭৩ বলে ১০৬ রান তুলে নেয় তারা। ঋদ্ধিমান ৪০ বলে ৫৫ এবং গিল ৩৬ বলে ৫২ রান করেন। যেখানে উভয়ই ব্যাটার সমান সংখ্যক ৬টি করে চার ও ২টি করে ছক্কা হাঁকান।

এরপর সাই সুদর্শনও তাঁর ইনিংসটি বড় করতে পারেননি। পোলার্ডের বলে হিট আউট হয়ে ১১ বলে ১৪ রান করে সাজঘরে ফিরেন তিনি। অপরদিকে ১৪ বলে ২৪ রান করে দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক হার্দিক পান্ডিয়াও।

শেষে ডেভিড মিলার এবং রাহুল তেওয়াতিয়া দলের হাল ধরার চেষ্টা করলেও ফিনিশিংটা আর দিতে পারেননি। শেষ দুই ওভারে দরকার ছিল ২০ রান। যশপ্রীত বুমরাহর ওভারে একটি ছক্কা হাঁকিয়ে হিসেবটা সহজ করে ফেলেছিলেন মিলার। শেষ ওভারে দরকার পড়ে ৯ রান।

কিন্তু ড্যানিয়েল স্যামসের ওই ওভারে মাত্র ৩ রান নিতে পারে জিটি। শেষ দুই বলে একটি ছক্কা হলেই হয়ে যেতো, কিন্তু মিলার স্ট্রাইকে থাকলেও ব্যাটে বলই ছোঁয়াতে পারেননি। ফলে জয়ের লক্ষ্য থেকে মাত্র ৫ রান দূরে থাকতে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানে থেমে যায় জিটি’র ইনিংস।

১৪ বলে ১৯ রান নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়েন প্রোটিয়া ব্যাটার মিলার। এমআই এর হয়ে মুরুগান অশ্বিন ৪ ওভারে ২৯ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া কাইরন পোলার্ড ১টি উইকেট তুলে নেন।

দশ ম্যাচে দুই জয় ও আট হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস। অপরদিকে, ১১ ম্যাচে ৮ জয় ও ৩ পরাজয় নিয়ে গুজরাট টাইটানস এখনও স্ট্যান্ডিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে।


জিটি বনাম এমআই এর স্কোরবোর্ড

মুম্বাই ইন্ডিয়ানস – ১৭৭/৬ (২০.০)

গুজরাট টাইটানস – ১৭২/৫ (২০.০)

ফলাফল – মুম্বাই ইন্ডিয়ানস ৫ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – টিম ডেভিড



জিটি বনাম এমআই এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ টিম ডেভিড এমআই
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ রশিদ খান জিটি
লেট’স ক্র্যাক ইট সিক্স টিম ডেভিড এমআই
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ লকি ফার্গুসন জিটি
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ টিম ডেভিড এমআই
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ রোহিত শর্মা এমআই
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ ঋদ্ধিমান সাহা জিটি
ম্যান অফ দ্য ম্যাচ টিম ডেভিড এমআই
Exit mobile version