Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৯ মে: আইপিএল ২০২২ – ফাইনাল (জিটি বনাম আরআর)

GT vs RR

 জিটি বনাম আরআর

জিটি বনাম আরআর এর ম্যাচ হাইলাইটস

রবিবার আইপিএল ২০২২ এর জমজমাট ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অধিনায়ক হার্দিক পান্ডিয়া’র অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে রাজস্থান রয়্যালসের (আরআর) বিপক্ষে ১১ বল হাতে রেখে ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে গুজরাট টাইটানস (জিটি)। সেই সাথে অভিষেক মৌসুমেই ১৫তম আসরের শিরোপা তুলে নিল অসাধারণ জিটি।

টসে জিতে আরআর এর অধিনায়ক সঞ্জু স্যামসন ব্যাটিং করার সিধান্ত নেন এবং জিটি’কে বোলিং করতে পাঠান। ব্যাটিং করতে নেমে জিটি’র বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম থেকেই চাপে পড়ে যায় আরআর। চতুর্থ ওভারে যশ দয়ালকে একটি ছয়ের পর আরেকটি ছয় মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন ওপেনার যশস্বী জসওয়াল (১৬ বলে ২২ রান)।

পাওয়ারপ্লের ৬ ওভারে ৪৪ রান তোলার পর সপ্তম ওভারে লকি ফার্গুসনকে পরপর দুইটি চার মারেন জস বাটলার, তবে রাজস্থান এরপর খোলসবন্দী হয়ে পড়ে। অষ্টম থেকে ১৪তম- এই ৭ ওভারে বাউন্ডারি আসে মাত্র দুইটি। এ সময়ে জিটি অধিনায়ক পান্ডিয়া রাজস্থান অধিনায়ক স্যামসনকে সাজঘরে ফিরান। ১১ বলে ১৪ রান করে শর্ট অফ আ গুডলেংথ বলে তুলে মারতে গিয়ে মিস টাইমিংয়ে ক্যাচ হন তিনি।

এরপর রশিদ খানের শিকার হয়ে ১০ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান দেবদূত পাড়িক্কাল। তবে বাটলারকে শিকার করে আরআর এর শিবিরে বড় ধাক্কাটা দেন পান্ডিয়া। ১৩তম ওভারের প্রথম বলে ৩৫ বলে ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার বাটলার।

বাটলারের বিদায়ের পর চাপে পড়ে যায় আরআর। ১৫ তম ওভারের শেষ বলে আবার আরআর শিবিরে হানা দেন পান্ডিয়া। এবার তার শিকার শিমরন হেটমায়ার (১২ বলে ১১)। এরপরের ওভারে দলীয় ৯৮ রানে রবিচন্দ্রন অশ্বিন (৬) আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আরআর।

শেষ পর্যন্ত নিয়মিত উইকেট বিরতিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান তুলতে সমর্থ হয় আরআর। দলের পক্ষে আরও রিয়ান পরাগ ১৫, ট্রেন্ট বোল্ট ১১ এবং ওবেদ ম্যাককয় ৮ করেন। জিটি’র পক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া সাঁই কিশোর ২টি এবং রশিদ খান, যশ দয়াল ও মোহাম্মদ শামি ১টি করে উইকেট তুলে নেন।

১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি জিটিকে। বোলিংয়ে যেমন খুব নিয়ন্ত্রিত ছিল তারা, ব্যাটিংয়েও ছিল খুব হিসেবি। যদিও মাত্র ৯ রানে ঋদ্ধিমান সাহা এবং ২৩ রানের মাথায় ম্যাথু ওয়েডের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল জিটি, কিন্তু আরআর বোলারদের আনন্দকে ক্ষণস্থায়ী করে দিতে সময় নিলেন না শুবমান গিল এবং পান্ডিয়া।

এ দু’জন মিলে ৩য় উইকেটে ৬৩ রানের অসাধারণ জুটি গড়ে তোলেন। এই জুটিটিই মূলতঃ জিটি’র ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কায়, ৩০ বলে ৩৪ রান করেন পান্ডিয়া। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে করলেন ৩৪ রান। পারফেক্ট অলরাউন্ড পারফরম্যান্স এবং ক্যাপ্টেন্স নক বলা যায় একে।

দলীয় ৮৬ রানে পান্ডিয়া আউট হওয়ার পর শুবমান সঙ্গে জুটি বাধেন ডেভিড মিলার। তিনি কিছুটা ঝড় তোলার চেষ্টা করেন। ৩টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। ১৯ বলে অপরাজিত থাকেন ৩২ রানে। ১৯তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাককয়কে ছক্কা মেরে বিজয় উদযাপন শুরু করেন শুবমান।

১৮.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে অভিষেক আসরেই আইপিএল চ্যাম্পিয়নের মুকুট পরে নেয় গুজরাট টাইটান্স। শুবমান গিল ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। তিনিও তিনটি বাউন্ডারির সঙ্গে মারেন একটি ছক্কার মার। আরআর এর হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া যুজবেন্দ্র চাহাল এবং প্রসিদ্ধ কৃষ্ণ ১টি করে উইকেট তুলে নেন।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের পর আবার নতুন চ্যাম্পিয়ন দেখল আইপিএল ফ্র্যাঞ্চাইজি। ২০০৮ সালে রাজস্থান রয়্যালস আত্মপ্রকাশকারী দল হিসাবে শিরোপা জেতা প্রথম দল ছিল গুজরাট টাইটানস এবার তার পুনারাবিত্তি ঘটিয়েছে।


জিটি বনাম আরআর এর স্কোরবোর্ড

রাজস্থান রয়্যালস – ১৩০/৯ (২০.০)

গুজরাট টাইটানস – ১৩৩/৩ (১৮.১)

ফলাফল – গুজরাট টাইটানস ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – হার্দিক পান্ডিয়া

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন – জস বাটলার


 জিটি বনাম আরআর


জিটি বনাম আরআর এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ ডেভিড মিলার জিটি
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া জিটি
লেট’স ক্র্যাক ইট সিক্স অফ দ্য ম্যাচ যশস্বী জসওয়াল আরআর
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ লকি ফার্গুসন জিটি
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া জিটি
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ ট্রেন্ট বোল্ট আরআর
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ জস বাটলার আরআর
ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া জিটি

 জিটি বনাম আরআর


আইপিএল ২০২২ এর সিজন সেরা এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন দিনেশ কার্তিক আরসিবি
গেমচেঞ্জার অফ দ্য সিজন জস বাটলার আরআর
লেট’স ক্র্যাক ইট সিক্স অফ দ্য সিজন জস বাটলার আরআর
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য সিজন লকি ফার্গুসন জিটি
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন জস বাটলার আরআর
পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন জস বাটলার আরআর
অন-দ্য-গো ৪’স অফ দ্য সিজন জস বাটলার আরআর
কমলা ক্যাপধারী জস বাটলার আরআর
বেগুনী ক্যাপধারী যুজবেন্দ্র চাহাল আরআর

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...