জিটি বনাম আরআর এর ম্যাচ হাইলাইটস
মঙ্গলবার আইপিএল ২০২২ এর কোয়ালিফায়ার ১ এ কলকাতার ইডেন গার্ডেনসে ডেভিড মিলার এর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে রাজস্থান রয়্যালসের (আরআর) বিপক্ষে ৩ বল হাতে রেখে ৭ উইকেটের অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে গুজরাট টাইটানস (জিটি)। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্টের প্রথম ফাইনালিষ্ট হিসেবে ফাইনালে উঠে গেল নতুন দল জিটি।
টসে জিতে জিটি’র অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফিল্ডিং করার সিধান্ত নেন এবং আরআর’কে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আরআর এর ব্যাটাররা। ইনিংসের ২য় ওভারে ওপেনার যশস্বী জসওয়াল (৩) সাজঘরে ফিরে গেলেও পাওয়ার প্লে’র ৬ ওভারে আর কোন উইকেট না হারিয়ে ৫৫ রান তুলে নেয় আরআর।
৫ চার ও ৩ ছক্কায়, ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে তখনও খুবই স্লো খেলছিলেন আর ওপেনার জস বাটলার। কিন্তু ধীরে ধীরে যখন উইকেটে সেট হয়ে গেলেন, তখন বিধ্বংসী রূপ ধারণ করেন তিনি।
শেষ পর্যন্ত ৫৬ বলে ৮৯ রান করে রানআউট হন জস বাটলার। ১২টি বাউন্ডারির পাশাপাশি ২টি ছক্কার মার মারেন তিনি। মূলত তার এই ইনিংসের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে আরআর। দলের হয়ে আর এক ব্যাটার দেবদূত পাডিক্কাল ২০ বলে ২৮ রান করেন।
জস বাটলার এর বিধ্বংসী ইনিংসের পরও জিটি’র হয়ে ৪ ওভারে উইকেট শূন্য থেকে মাত্র ১৫ রান দিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। এছাড়া মোহাম্মদ শামি, সাঁই কিশোর, যশ দয়াল ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট শিকার করেন।
১৮৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই ওপেনার ঋদ্ধিমান সাহার (০) উইকেট হারিয়ে বসে জিটি। এরপর ২য় উইকেটে শুবমান গিল এবং ম্যাথু ওয়েড ৭২ রানের জুটি গড়ে তোলেন। শুবমান গিল একটু হাত খুলেই খেলছিলেন। কিন্তু ৮ম ওভারের ৪র্থ বলে রবিচন্দ্রন অশ্বিনের বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউটের শিকার হন তিনি। ২১ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরেন শুবমান।
ম্যাথু ওয়েড ৩০ বলে ৩৫ রান করে আউট হন। দলীয় ৮৫ রানে ওয়েড আউট হওয়ার পর জুটি বাধেন ডেভিড মিলার এবং হার্দিক পান্ডিয়া। শুরুতে মিলার ছিলেন খুবই স্লো। কিন্তু উইকেটে থিতু হয়ে হঠাৎ করেই জ্বলে উঠলেন এই প্রোটিয়া ব্যাটার। চার আর ছক্কায় মাতিয়ে তুললেন ইডেনের দর্শকদের।
৩৫ বলে হাফ সেঞ্চুরি যখন পূরণ করেন, তখন ৭ বলে প্রয়োজন ১৬ রান। ১৯তম ওভারের শেষ বলে আর রান নিলেন না পান্ডিয়া। পরের ওভারে স্ট্রাইকে থাকলেন মিলার।
শেষ ওভারে আরআর এর হয়ে বোলিং করতে আসলেন প্রাসিদ্ধ কৃষ্ণ। তার প্রথম বলটিকে অফস্ট্যাম্পের ওপর থেকেই লং অনের ওপরে তুলে দেন মিলার। সোজা গিয়ে আছড়ে পড়লো গ্যালারিতে। পরের বলটি মিডল স্ট্যাম্প বরাবর গুড লেন্থের ছিল। বাউন্স উঠে এসেছিল প্রায় কোমর সমান। কিন্তু মিলারের এসব দিকে তাকিয়ে লাভ নেই। ডিফ স্কয়ার লেগের ওপর দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারির ওপারে। আবারও ছক্কা।
শেষ চার বলে প্রয়োজন ৪ রান। ডেভিড মিলার ঝুঁকি এবং অপেক্ষা করতে রাজি নন। এবার ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বল পাঠিয়ে দিলেন সোজা গ্যালারিতে। টানা তিন বলে তিন ছক্কা মেরে ১৯.৩ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিটি। ৩ চার ও ৫ ছক্কায়, ৩৮ বলে ৬৮ রান করে মিলার অপরাজিত থাকেন। প্লেয়ার অফ দ্য ম্যাচও হন তিনি।
৫ বাউন্ডারিতে, ২৭ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়া। আরআর এর হয়ে ট্রেন্ট বোল্ট এবং ওবেদ ম্যাককয় ১টি করে উইকেট তুলে নেন।
হারলেও বিদায় নিচ্ছে না রাজস্থান রয়্যালস। আরও একটি সুযোগ পাবে তারা। ইলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচের বিজয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার-২ তে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস।
জিটি বনাম আরআর এর স্কোরবোর্ড
রাজস্থান রয়্যালস – ১৮৮/৬ (২০.০)
গুজরাট টাইটানস – ১৯১/৩ (১৯.৩)
ফলাফল – গুজরাট টাইটানস ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডেভিড মিলার
জিটি বনাম আরআর এর ম্যাচের এওয়ার্ড
এওয়ার্ড এর নাম | খেলোয়াড়ের নাম | দল |
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ | ডেভিড মিলার | জিটি |
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ | জস বাটলার | আরআর |
লেট’স ক্র্যাক ইট সিক্স | ডেভিড মিলার | জিটি |
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ | আলজারি জোসেফ | জিটি |
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ | ডেভিড মিলার | জিটি |
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ | সঞ্জু স্যামসন | আরআর |
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ | জস বাটলার | আরআর |
ম্যান অফ দ্য ম্যাচ | ডেভিড মিলার | জিটি |