ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন সানজু স্যামসন। আইপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে আসলেও সেই আলোর ঝলকানি দেখাতে পারেননি ভারতের জার্সিতে। শ্রীলংকা সফরে ভালো করতে না পারায় পরের সিরিজেই বাদ পড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে আবারো আইপিএল দিয়ে জাতীয় দলে ফেরার সুযোগ থাকছে স্যামসনের সামনে।
তবে জাতীয় দলে ফেরার সুযোগটা নিজ হাতেই নষ্ট করছেন স্যামসন। এমনটাই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ। এবারের আসরটা দুর্দান্ত এক ফিফটি দিয়ে শুরু করেছেন স্যামসন। প্রতি আসরে রাজস্থানের নেতৃত্বের দায়িত্বটাও থাকে তার কাঁধে। এবার সেটা সামলাচ্ছেন বাটলার। একইসাথে দলের ব্যাটিং ইউনিটকেও নেতৃত্ব দিচ্ছেন এই ইংলিশ ক্রিকেটার।
কিন্তু রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যর্থ হয়েছেন বাটলার। এদিন অবশ্য দলের ব্যাটিং ইউনিটের নেতৃত্ব দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন স্যামসন। ভালো খেলতে থাকলেও অসময়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্লিন বোল্ড হয়েছেন তিনি। তাই তো মন্তব্য করে বসলেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক ইয়ান বিশপ।
স্যামসনের সুযোগ নষ্ট করা নিয়ে বিশপ বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাওয়ার জন্য ফর্ম এবং সুযোগ দুটোই আছে স্যামসনের। তবে সুযোগটা নিজেই নষ্ট করছে সে। জস বাটলার যখন রান করবে না, তখন তাকেই (স্যামসনকে) দলের নেতৃত্ব দিতে হবে। বিষয়টা এমন নয় যে, সে ফর্মে নেই। তবে শট সিলেকশনে কিছুটা গড়বড় আছে তার’।
তবে স্যামসনের ব্যাটিংয়ের ভক্ত বলেও জানিয়েছেন বিশপ। তবে হাসারাঙ্গার বলে করা রিভার্স সুইপ নিয়ে তিনি বলেছেন, ‘হাসারাঙ্গার সঙ্গে যে তার ম্যাচ আপ আছে সেটা তার ভালো করে জানা উচিৎ ছিল। সে সুন্দরভাবে ব্লক করে বেরিয়ে এসেছিল। আমি স্যামসনের ভক্ত। বছরের পর বছর ধরে এভাবেই আছি। তবে তার শট সিলেকশন নিয়ে আমি এখনো হতাশ’।