বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রায়েই অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভারতের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ নভোজোৎ সিং সিঁধু এই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর খেসারত দিচ্ছেন জেলে বসে। এবার হাইওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে জরিমানা গুনতে হলো পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। ক্রিকেটের কারনে একাধিকবার খবরের শিরোনাম হলেও, ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন সাবেক এই অলরাউন্ডার।
পাকিস্তানের সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় মোটরসাইকেল চালিয়ে লাহোর থেকে করাচি যাচ্ছিলেন আফ্রিদি। সেখানে হাইওয়েতে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে তাকে জরিমানা করেন হাইওয়ে পুলিশ। আফ্রিদিকে ১ হাজার ৫০০ জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ করে হাইওয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে ছবি তুলতেও দ্বিধাবোধ করেন নি তিনি।
হাইওয়ে পুলিশের কাজের প্রশংসা করে আফ্রিদি বলেন, ‘আইনের চোখে সবাই সমান।’ এছাড়াও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় আফ্রিদি লিখেন, ‘পুলিশের ভদ্র স্টাফের সাথে সাক্ষাৎ হয়ে ভালোই লেগেছে। আমি তাদের খুব পেশাদার বলে মনে করেছি।