বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে ১ – ০ তে সিরিজ হেরেছে মুমিনুল হকের দল।সামনের মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়বে টিম বাংলাদেশ। তার আগে পরিবারের সাথে সময় কাটানোর জন্য ছুটি পেয়েছেন ক্রিকেটাররা।
প্রশ্ন হচ্ছে ছুটিতে কে কোথায় অবকাশ যাপনে যাচ্ছেন?
ম্যাচ শেষে শুক্রবার রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরো শরীরের চেক আপ করাতেই মূলত সেখানে গিয়েছেন সাকিব। বিসিবির তত্ত্বাবধানে সেখানে সাকিবের চেক আপ করানো হবে। এই ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সাকিব চেক আপ করাতে গিয়েছে ওখানে। ওর শরীর নাকি দুর্বল লাগে। মাঠে নেমে দুর্বল লাগলে তো সমস্যা। এজন্য পুরো শরীর চেক আপ করাতে গিয়েছে। এমনিতে কোনো সমস্যা নেই।’ সিঙ্গাপুরে চেক আপ শেষে পরিবারের সাথে সময় কাটাতে সোজা যুক্তরাষ্ট্রে চলে যাবেন এই বাঁহাতি অলরাউন্ডার।
শুধু সাকিবই নন, অবকাশ যাপনের জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন কাজী নুরুল হাসান সোহানও। পরিবারকে নিয়ে ৩০ মে যুক্তরাষ্ট্রের বিমানে চড়বেন সোহান। এছাড়া পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাবেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগারদের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পবিত্র হজ্ব পালনের জন্য ক্যারিবিয়ান সফরত থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন এই ক্রিকেটার।
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ছুটি উপভোগ করতে দুবাইয়ে চলে গেছেন টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ক তামিম ইকবাল। স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে শুক্রবার সকালের ফ্লাইটে দুবাই যান তিনি।
ছুটি কাটাতে দেশ ত্যাগ করবেন সাদা পোষাকের ক্রিকেটে টাইগারদের ভরসার নাম তাইজুল ইসলামও। লঙ্কা সিরিজে এক ভুলে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা গুণলেও ব্যাংকক যেতে ভুল করছেন না এই বাঁহাতি স্পিনার। এছাড়াও ছুটি পেয়ে নিজেদের শহরে ফিরে গেছেন বাকি ক্রিকেটাররা।
ক্রিকেটারদের ছুটির হিড়িকে যোগ দিচ্ছেন টাইগারদের কোচিং স্টাফরাও। ছুটির সুযোগ কাজে লাগিয়ে দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এরপর ছুটি কাটিয়ে দেশে ফিরেই ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ।