বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে সুসংবাদ পেল বাংলাদেশ। চোট কাটিয়ে উঠেছেন টিম বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ লিটন দাস। বিশ্বকাপের স্কোয়াডে তার নাম থাকলেও চোটের কারণে মাঠে নামা নিয়ে সন্দেহ ছিল। তবে চোট কাটিয়ে বাংলাদেশের প্রথম ম্যাচেই খেলতে পারবেন বলে আশা করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে চোট পান লিটন। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করার সময় চোট পান তিনি। যার ফলে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেননি এই টাইগার ব্যাটার। তাই সন্দেহ ছিল বিশ্বকাপের মূল পর্বেও লিটন খেলতে পারবেন কি না। তবে সে সন্দেহের অবসান ঘটিয়ে ভক্তদের সুসংবাদই দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন তিনি, ” লিটন এখন ভালো আছে। ফিজিও, ডাক্তাররা যেভাবে রিপোর্ট দিয়েছে তাতে পুরোপুরি ভালো অবস্থানে আছে সে। আশা করি আগামীকালের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।”
ইনজুরির কারনে সবশেষ এশিয়া কাপও মিস করেছেন লিটন। বিশ্বকাপও মিস হয়ে গেলে টিম বাংলাদেশের জন্য সেটা বড় ধাক্কাই হতো। লিটন ফেরায় তাই স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। যদিও এটা নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানাননি লিটন।
আগামী শনিবার শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। আর ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচে সবাই তাকিয়ে থাকবে লিটনের ব্যাটের দিকে। লিটনের ব্যাট হাসলেই যে হাসে বাংলাদেশ।