চোটের কারণে বেশ কিছুদিন ধরে ভুগছে বাংলাদেশ দল। কাঁধের চোটের কারণে শ্রীলংকার বিরুদ্ধে সর্বশেষ টেস্ট সিরিজে পাওয়া যায়নি তাসকিন আহমেদকে। এরপর আরেক পেস সেনসেশন শরিফুল ইসলামও খেলতে পারেননি সেই সিরিজের প্রথম টেস্ট। সিরিজ হেরে তাদের অভাব ভালোই টের পেয়েছে দল।
একই কারণে ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের দলে রাখা হয়নি দুজনকেই। তবে উইন্ডিজ সফরে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে মাঠে ফিরতে মরিয়া হয়ে উঠেছে এই জুটি। ইতোমধ্যে কোমর বেঁধে ফেরার লড়াইয়েও নেমে পড়েছেন তাসকিন-শরিফুল।
শরিফুলের চোট হাতের কব্জিতে। উইন্ডিজ সফরের টেস্ট সিরিজের আগে ফিট হওয়ার সম্ভাবনা নেই তার। সুস্থ হয়ে সীমিত ওভারের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। শনিবার নেটে বোলিং অনুশীলন শেষে শরিফুল জানান, ‘আজ আমি বোলিং শুরু করেছি। ৬০ – ৭০ শতাংশ তীব্রতা নিয়ে ৬ ওভারের মতো বল করেছি।’
ম্যাচে ফেরা নিয়ে শরিফুল আরো বলেন, ‘আশা করছি এক সপ্তাহ বা তার একটু বেশি সময়ের মধ্যে আমি ভালোভাবে বোলিং করতে পারবো’ তবে শরিফুলের ১০ দিন আগে বোলিং শুরু করেছেন তাসকিন। লম্বা সময়ের পুনর্বাসন প্রক্রিয়া শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে উইন্ডিজ সফরে রঙিন পোশাকে নামার অপেক্ষায় আছেন তাসকিন।
নিজের অবস্থা সম্পর্কে তাসকিন বলেন, ‘এদিন চার ওভার বল করছি আমি, পরের দিন করছি আট ওভার। ফিজিওর নির্দেশনা মেনে চলছি, যেন সাদা বলের সিরিজের জব্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারি। এখন কোনো ব্যথা অনুভব করছি না। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই আমি আশা করছি পুরো রিদমে ফিরতে পারব।’
তাসকিনের টি-টোয়েন্টি খেলা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে বলেছেন, ‘স্কোয়াড যখন আমরা প্রকাশ করছি তখন আমরা বলেছিলাম, তাসকিন টি-টোয়েন্টির স্কোয়াডে আছে ফিটনেস সাপেক্ষে। স্বাভাবিকভাবে ফিটনেস ফিরে পেলে তাকে টি-টোয়েন্টিতে খেলানো হবে।’ তার জন্য ২৩ জুন একটি টুরিস্ট ফ্লাইটে উইন্ডিজ যাবেন তাসকিন।