BJ Sports – Cricket Prediction, Live Score

চোটের কারনে বিপিএলের বাকি অংশে আর খেলবেন না তাসকিন

চোটের কারনে বিপিএলের বাকি অংশে আর খেলবেন না তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলেছেন তাসকিন আহমেদ। জাতীয় দলের ছন্দ ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগেও ধরে রেখেছেন তিনি। তবে ভালো ছন্দের মাঝেও, ভাগ্য তাকে আরো একবার টেনে ধরলো। বিপিএলের শেষদিকে এসে চোটে পড়লেন তারকা এই পেসার। এই চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশেও আর খেলতে পারছেন না তাসকিন।

ঢাকার হয়ে তাসকিন সর্বশেষ মাঠে নেমেছেন ৩০ জানুয়ারি, রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে। সিলেটের মাটিতে খেলা সেই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর থেকে আর মাঠে নামতে পারেননি ঢাকার পেসার। এবার জানা গেল আরো বড় দুঃসংবাদ, টুর্নামেন্টের বাকি অংশেও তাকে খেলাতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত বড় চোটের ঝু্কি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে  তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে আবার ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। এজন্য পেস বোলিং বিভাগের অন্যতম সেরা বোলারকে পেতে, এখন থেকেই সতর্কতা অবলম্বন করছে বিসিবি। বিপিএলে খেলার চেয়েও জাতীয় দলের জন্য ফিট থাকা তাসকিনের জন্য বেশি জরুরি।

তাসকিনকে আপাতত বিশ্রামে থাকতে বলেছে বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ” বিপিএলের শেষদিকের ম্যাচগুলোতে তাসকিন খেলবেন না। আমরা তাকে বিশ্রামে থাকতে বলেছি। এই মুহূর্তে তার খেলাটা ঠিক হবে না। যদিও হ্যামস্ট্রিংয়ের এই চোট খুব বেশি গুরুতর নয়। তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। কিছুদিনের মধ্যে সে অনুশীলনে ফিরবেন। ইংল্যান্ড সিরিজেও খেলতে পারবেন। “

উল্লেখ্য, এবারের বিপিএলে ঢাকার হয়ে মোট ৯টি ম্যাচ খেলেছেন তাসকিন। যেখানে ১০টি উইকেটও শিকার করেছেন এই গতিতারকা। অবশ্য উইকেটের চেয়েও বেশি নজর কেড়েছে, তাসকিনের ইকনোমিকাল বোলিং। টুর্নামেন্টে ওভারপ্রতি ৬.০২ রান করে খরচ করেছেন তিনি। এছাড়া কয়েকটি ম্যাচে তার জাদুকরী স্পেল, ঢাকাকে জয়ও এনে দিয়েছে। যদিও শেষ পর্যন্ত প্লে – অফে যেতে পারেনি তার দল।

Exit mobile version