শ্রীলংকায় চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দলের তারকা পেসারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে। হাঁটুতে চোট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। আর তাতেই ছিটকে গেলেন তিনি। একাদশ নিয়ে পরিকল্পনায়, বাঁহাতি পেসারকে ছাড়াই ভাবতে হচ্ছে পাকিস্তান অধিনায়ককে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গলে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন সময়ে চোট পান শাহিন। ম্যাচের চতুর্থ দিন সকালে পাওয়া সেই চোটই কাল হলো ২২ বছর বয়সী এই তরুণ পেসারের।
তবে ম্যাচ খেলতে না পারলেও শ্রীলংকায় দলের সঙ্গে থাকবেন শাহিন। সেখানে থেকেই চালিয়ে যাবেন চোট থেকে সেরে ওঠার কাজ। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শাহিনের। লংকানদের ২২২ রানে অলআউট করার পথে ৫৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।
সেই টেস্টের প্রথম ইনিংসে ১৪.১ ওভার বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে খুব বেশি বোলিং করতে পারেননি শাহিন। মূলত অস্বস্তির কারণে মাত্র ৭ ওভার বোলিং করেছেন তিনি। এরপর মাঠ ছেড়ে বের হয়ে যান তিনি। তবে শাহিনের চোট কতটা গুরুতর, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানায়নি পাকিস্তান ম্যানেজমেন্ট।
এদিকে ২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে শাহিনের জায়গায় সুযোগ পেতে পারেন আরেক পেসার হ্যারিস রউফ। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকেও ভালোভাবে বিবেচনায় রাখছে পাকিস্তান ম্যানেজমেন্ট। উল্লেখ্য, সিরিজে ইতোমধ্যে ১ – ০ তে এগিয়ে আছে সফরকারী পাকিস্তান।