BJ Sports – Cricket Prediction, Live Score

চীনের ক্রিকেট উন্নতিতে সাহায্য করবে সিএবি 

চীন

সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্বে বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সারা বিশ্বেই আছে ক্রিকেটের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ। আইসিসি অতীতে অনেকবার বলেছে সারা বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চায় তারা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইসিসি। 

নতুন খবর হলো এবার নিজেদের ক্রিকেট উন্নতিতে কাজ করতে চায় চীন। আর এই কাজে চীনকে সাহায্য করবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(সিএবি)।চীনের চংকিং সংস্থা ক্রিকেট নিয়ে সিএবি সঙ্গে সমঝোতাপত্র সই করতে চায়। সেই লক্ষ্যে আলোচনাও এগিয়েছে অনেক দূর। 

চীনের ক্রিকেটাররা কলকাতায় এসে যাতে ক্রিকেট শিখতে এবং অনুশীলন করতে পারে দুই পক্ষের মধ্যে তা নিয়েও আলোচনা হয়েছে। চংকিং সিটিতে ক্রিকেটের উন্নতির জন্যই এই সাহায্য চাইছে চীন। আর সব ধরনের সহায়তা দেওয়ার ব্যাপারে চীনকে আস্বস্ত করে সিএবি।

গত ২২ আগস্ট চীনের কনসাল ঝা লুই গিয়েছিলেন সিএবি অফিসে। সেখানে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলেন তিনি। 

অভিষেক ডালমিয়া জানান,” চংকিং সিটিতে ক্রিকেটের উন্নতির জন্য আমাদের সাহায্য চাইছে চীন। আমরা বলেছি, সব রকম সহযোগিতা করব। আমরা চাই, ক্রিকেট সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। চীন ক্রিকেট খেলতে চাইছে দেখে আমরা খুশি।

চীন এতদিন ব্যক্তিগত খেলার দক্ষতার উপর জোর দেওয়ার পাশাপাশি ফুটবল, হকিও খেলছে। এখন গুরুত্ব দিচ্ছে ক্রিকেটে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন এতে সারা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা আরো বাড়বে।

Exit mobile version