BJ Sports – Cricket Prediction, Live Score

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল

Shariful is going to Singapore for treatment

Shariful is going to Singapore for treatment

পেস বোলার হবে অথচ ইনজুরিতে পড়বেনা তা হয় নাকি? সে তুলনায় বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের ভাগ্যটা বেশ ভালোই বলতে হবে।

শরিফুলের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স প্রায় এক বছর হতে চললেও এখন পর্যন্ত বড় কোনো ইঞ্জুরির সম্মুখীন না হলেও এবার চিকিৎসকের কাঁচির নিচে যেতে হচ্ছে তাকে। শারীরিক সমস্যার কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে শরিফুলের। চলতি মাসের (এপ্রিল) শেষের দিকে সিঙ্গাপুরে অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছেন শরিফুল নিজেই।

কদিন আগেই জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন এই তরুণ পেসার। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে খেললেও টেস্ট সিরিজে দেখা যায়নি শরিফুলকে। সেই ওয়ানডে সিরিজটাও দারুণভাবে জিতে নিয়েছে বাংলাদেশ। মূলত গোড়ালির চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি। তবে সেই চোট থেকে একপ্রকার সেরে উঠেছেন শরিফুল। শারীরিক সমস্যার পুরোপুরি সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে।

অস্ত্রোপচার করলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন শরিফুল। এজন্য চলতি মাসের শেষ সপ্তাহে সিঙ্গাপুরের বিমানে উঠার কথা জানিয়েছেন এই ক্রিকেটার। শরিফুল বলেছেন, ‘আমরা এপ্রিলের ২৫ বা ২৬ তারিখ সিঙ্গাপুর যাবো। এরপর ওখানে গিয়ে অস্ত্রোপচার হবে। আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে যাবো’। শ্রীলংকা সিরিজে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন শরীফুল। তার মতে অস্ত্রোপচারের পর সুস্থ হতে কত সময় লাগে, তার উপরই নির্ভর করবে শ্রীলংকা সিরিজে খেলবেন কিনা।

বিশেষত টেস্ট খেলুড়ে পেসাররা সর্বাধিক ইঞ্জুরির কবলে পড়ে থাকে। লম্বা রান-আপ নিয়ে যেমন বোলিং করতে হয়, তেমনি আছে দীর্ঘক্ষণ বোলিং করার ধকল। ক্যারিয়ার জুড়ে গোড়ালির ইঞ্জুরিটাই বেশি ভুগায় একজন পেসারকে। শরীফুলের ক্ষেত্রেও ঠিক তাই। দেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ৩টি টেস্ট খেলেছেন শরীফুল। যেখানে পাঁচ ইনিংসে বোলিং করে মাত্র ৬টি উইকেট শিকার করেছেন এই তরুণ পেসার। সেরা বোলিং ফিগার ৯৯ রানে ৩ উইকেট। তবে পরিসংখ্যান দিয়ে খুব একটা যাচাই করা না গেলেও নিজের গতি, পেস এবং ভেরিয়েশন দিয়ে ইতোমধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন শরীফুল।

এদিকে দেশী বিদেশী কোচদের সান্নিধ্যে গিয়ে নিজেকে আরো সমৃদ্ধ করছেন শরীফুল। কদিন আগেও দক্ষিণ আফ্রিকায় কাজ করেছেন এ্যালান ডোনাল্ডের সঙ্গে। সাবেক এই প্রোটিয়া তারকার কাছ থেকে টোটকা পেয়ে বেশ খুশী শরীফুল। সামনে এমন আরো চান তিনি। শরীফুল জানান, ‘উনার (ডোনাল্ড) দর্শন খুব দারুণ। উনি আমাকে আলাদাভাবে সময় দিয়েছেন। সামনে এমন সুযোগ আসলে, আরো অনেক কিছু নিতে চাই’।

Exit mobile version