‘মুলতানের সুলতান’ বলতেই যার নাম প্রথমেই ক্রিকেটপ্রেমীদের মাথায় আসে তিনি হচ্ছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইনজামাম-উল-হক। অবশেষে, সেই মুলতানের মাঠে খেলতে নেমেছেন ইনজামামের ভাতিজা পাকিস্তানের বর্তমান ব্যাটিং স্তম্ভ ইমাম-উল-হক।
হোম গ্রাউন্ডে খেলার পূর্বে ইমামের রোমাঞ্চের যেন শেষ নেই। ছোটবেলায় তার চাচা পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হককে এখানে খেলতে দেখেছেন। চাচা ইনজামাম এর পথ অনুসরন করে ভাতিজাও হাটছেন একেই পথে।
মুলতানে খেলতে নামার পূর্বে শিহরিত ইমাম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিওবার্তায় বলেন, ‘আমি সবসময় এখানে চাচ্চুকে খেলতে দেখেছি। এই মাঠে আমার প্রথম ম্যাচটি (পাকিস্তানের হয়ে) খেলতে পারব ভেবেই শিহরিত হচ্ছি। আমি এখানে জন্মেছি, এমনকি বাস দিয়ে যখন আসছিলাম, তখনও ছেলেবেলার কথা মনে পড়ছিল। আমার জন্য এটা দারুণ এক মুহূর্ত, মুখিয়ে আছি মাঠে নামতে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চাশতম ওয়ানডে ম্যাচ খেলতে নামেন ইমাম। সেই ম্যাচে জয় ও পেয়েছে পাকিস্তান। স্মরণীয় এই ম্যাচের পূর্বে ক্যারিয়ারের উত্থান পতনের ম্যাচগুলো মনে নাড়া দিচ্ছিল এই ব্যাটসম্যানের। এই ব্যাপারে তিনি বলেন, ‘ক্যারিয়ারের ৫০তম ওয়ানডের সামনে দাঁড়িয়ে উত্থান-পতনের সব দিনই চোখের সামনে ভাসছে।
৫০তম ওয়ানডে খেলতে যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইমাম বলেন ” আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমার সতীর্থদের। ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান ছিল, পতনও ছিল। ছিল সমালোচনা। তবে আমি অনেক বেশি উপভোগ করেছি, সতীর্থরা আমার সময়টা আরও বেশি উপভোগ্য করে তোলে।’